বাংলা ভাষা ও ব্লগের প্রতি আপনার অপরিসীম মায়া ও ভালোবাসার কথা নতুন করে বলার কিছু নাই।
আমরা ব্লগারা হচ্ছি, এই ব্লগের প্রাণ। আমাদের ভালোলাগা-মন্দলাগার প্রতি আপনার সব সময়ই সতর্ক দৃষ্টি ছিলো, আশা করি এখনো আছে।
২০১১ সালের মার্চ থেকে সামু ব্লগের সাথে আছি। আর আমার বর্তমান নিকের বয়স প্রায় আড়াই বছর। এই নিকটা সেই সেইফ হবার পর থেকে কখনো জেনারেল হয়নি।ফ্রেশ ব্লগিং করার ট্রাই করি। এই সময়টা এমন কোন দিন নাই যে ব্লগে আসি না। এখনো সামুতে আসা একটা অভ্যাসে মত হয়ে গেছে। দিনে অন্তত একবার ঢু না মারলে শান্তি পাইনা।
গত কালকে সিপি গ্যাংকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, সেই পোস্টটা মুছে দেয়া হয়েছিলো। এর বিপরিতে আমি আরেকটা পোস্ট দেই,যার শিরোনাম ছিলোঃ
ধন্যবাদ সামু!! সিপি গ্যাংকে নিয়ে আমার করা পোস্টটি মুছে দেয়ার জন্য।
আর ভিতরে লেখা ছিলো, ভিত্রে কিছু নাই।
কিন্তু তিন মিনিটের মাথায় এই পোস্টটিও মুছে দেয়া হয়।
কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, কে সেই এত্তো একটীভ ব্যক্তি। যেখানে ভালো একটি পোস্ট নির্বাচিত পাতায় নিতে ২ ঘন্টা থেকে একদিনও লেগে যায়, সেখানে এই পোস্টটি মুছে দিতে মাত্র সময় নিয়েছে তিন মিনিট।
আর পোস্টটিতে কি এমন ছিলো, যা সামুর নীতিমালার সাথে সাংঘর্ষিক।
মডারেশন প্যানেলের উপর ব্লগারদের অভিযোগ আজকে নতুন নয়। অনেক ভালো ব্লগার সামু ছেড়ে গেছে কেবল মাত্র এই মডারেশন প্যানেলের স্বেছাচারিতার কারনে।
আর পোস্ট মুছে দেয়া নিয়ে করা পোস্ট, সম্ভবত সামুর ইতিহাসে এইবারই প্রথম মুছে দেয়া হলো।
প্রিয় ব্লগ মাতা, লাখ টাকার বাগান কি তাহলে দুই টাকার ছাগলে খাচ্ছে??
ধন্যবাদ।