তাবৎ বাঙালী প্রেমিকদের বস যিনি, সেই রবীন্দ্রনাথের যৌবনের ছবি। স্ত্রী মৃণালীনি দেবীর সাথে। ২২ বছরের রবী ঠাকুরের সাথে যশোরে জন্মগ্রহণ করা ১২ বছর বয়স্ক মৃণালীনি দেবীর বিয়ে হয় ১৮৮৩ সালে। কার্টেসিঃ বিডি আইডল।
হলিউড স্টার রবীন্দ্রনাথ: "আমি এ কেবল মিছে বলি... শুধু আপনার মন ছলি... কঠিন বচন শুনায়ে তোমারে... আপন মর্মে JOLIE..."
মুদির দোকানদার রবীন্দ্রনাথ: "চুকিয়ে দেবো বেচাকেনা... মিটিয়ে দেবো গো... মিটিয়ে দেবো লেনাদেনা...
বন্ধ হবে আনাগোনা এই হাটে... তখন আমায় নাইবা মনে রাখলে...
উইকেট কিপার রবীন্দ্রনাথ: "বল দাও, মোরে বল দাও..."
রিয়ালিটি শো-এর বিচারক রবীন্দ্রনাথ: "তুমি কেমন করে গান কর যে গুণী..."
আয়কর ফাঁকি দেয়ার অপরাধে গ্রেফতার কবিগুরু: "আজি এ প্রভাতে রবির কর... কেমনে পশিল প্রাণের পর..."
সকল ছবির এডিটিং: নাফিস ইফতেখার
ডিসক্লেইমার: কবিগুরু, পারলে এ জন্মে মাফ করে দিয়েন, আগামী জন্মে আপনাকে KFC-তে ট্রিট দিবো, পাক্কা... মিস নাই!
এই পোস্টে আমার কোন ক্রেডিট নাই। এটা আমার বস নাফিস ইফতেখারের ঃ যদি রবি না হতেন কবি, কেমন হতো ছবি? (ULTIMATE রবীন্দ্রনাথ) এর কপি-পেস্ট। বলতে পারেন একটি চুরি করা পোস্ট।
বাঙ্গালি এই গ্রেট কবির জন্মদিনে একটা পোস্ট দেয়ার অনেক ইচ্ছা ছিলো, অর্ধেক রেডি করে ড্রাফট করেও রাখছি, কিন্তু আইলস্যামির কারনে শেষ করা হয়নি। হঠাত করেই নাফিস ভাইয়ের এই পোস্টটি চোখে পড়ল। ভাবলাম এইটাই কপি-পেস্ট করে দিয়ে দেই। আর কবির প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা।
আর বস না`+ফিস ভাই, আপনেও আমারে মাফ করে দিয়েন। আবার দেখা হইলে আমিও আপনেরে ট্রিট দিমু নে।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৬