মি. কালাম সাহেব, ছোটখাট একটা সরকারি চাকুরি করতেন। এখন অবসরে গেছেন। তার মাত্র দুইটা মেয়ে, কোন ছেলে নাই। আত্মীয়স্বজনরা অনেক বলেছিলো আরও কয়েকবার ট্রাই করতে, যাতে একটা ছেলে হয়। "অনেকের তো সাত মেয়ের পরেও ছেলে হয়, ছেলে হচ্ছে বৃদ্ধকালের ভবিষত"। কালাম সাহেব রাজী হন নাই।
-"ছেলে যে হবে তার তো কোন নিশ্চয়তা নাই। শুধু শুধু ঘর ভরে লাভ নাই। আমি ছোট চাকুরি করি, আমার মেয়েদের টেইক-কেয়ার করতে পারব না ঠিক মত। আমার দুইটা মেয়েকেই আমি শিক্ষিত করে যাব। মানুষ করে যাব। ওরাই আমার #বৃদ্ধকালের সম্বল হবে।"
তিনি কথা রেখেছে, একটি দুইটি মেয়েকেই তিনি শিক্ষিত করেছেন। একজন ঢাবি থেকে এমবিএ কমপ্লিট করে বিয়ে করেছে এক আর্মি অফিসারকে। আরেকজন বুয়েট থেকে পাশ করে বিয়ে করেছে এক ডক্টর কে।
আর্মি অফিসারটা আর বউ কে চাকুরি করতে দিবে না, এতে নাকি সবাই তাকে ছোটলোক বলবে।
আর বুয়েট থেকে পাশ করা মেয়েটে একটা প্রাইভেট ভার্সিটিতে জব করে, মাস শেষে টাকাটা স্বামীর হাতে তুলে দিতে হচ্ছে, কারন সে একটা ক্লিনিক করবে, অনেক টাকা দরকার।
মেয়ে দুইটা পারতপক্ষে ব্যস্ততার জন্য বাবা-মাকে দেখতেও যেতে পারে না। বৃদ্ধকালের সহায় হওয়া তো দুরের কথা, এক বুক ব্যাথা নিয়ে হাসিমুখে স্বামীর ঘর নাকি কারাবাস করছে মেয়ে দুইটা। সমাজে তাদের অনেক সুনাম, অনেক ভালো বউ বলে সবাই তাকে জানে।
পার্কে হাটতে গেলে, কামাল সাহেবকে অন্য বন্ধুরা যখন তাদের ছেলে আর ছেলে বউদের দেয়া যন্ত্রনার কথা বলেন, তখন কামাল সাহেব দীর্ঘশ্বাস গোপন করেন। ভাবেন জীবনের বড় সিদ্ধান্তটাই ভুল হয়ে গেল। যত খারাপই হক, ছেলে আর ছেলে বউ তো ঘরে থাকে, চারটা ভাত দেয়। ঈদে অন্তত একটা মোটা কাপড় দেয়। খুব অসুস্থ হয়ে পড়লে তো ডক্টরের কাছে নিয়ে যায়।
আর মেয়েগুলো, আমরা বুড়া-বুড়ি খালি ঘরে মরে পড়ে থাকলেও খবর পাবে না।
--- যারা এইরকম ফ্যামিলিতে বিয়ে করেছেন, বা করবেন, প্লীজ এই ব্যাপারগুলো একটু মাথায় রাইখেন। এইখানে কিন্তু মেয়েগুলো দোষ নাই। আপনি যদি আপনার শ্বশুর শ্বাশুরীর খবর নেন, ভালো চান। তবে আপনার বউও তার শ্বশুর শ্বাশুরীকে মন থেকে সন্মান করবে। আপনার স্ত্রী যাতে তার আয়ের একটা অংশ তার নিজের বাড়িতে পাঠাতে পারে, তাকে সে ক্ষমতা দিন। আর তার ইনকাম কিন্তু তার বাবা-মায়েরই প্রাপ্য। দে ডিসার্ব ইট। কারন তারা তাদের মেয়েকে সে যোগ্যতা দিয়েছে। নিজের আয় থেকে কিছু না দেন, তাদের প্রাপ্য থেকে তাদের কেন বঞ্চিত করবেন। দিন শেষে তারা কিন্তু অনেক অসহায়। আর এটা করলে, আপনার সংসার অনেক সুখি হবে। আপনার বউ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।
--- মাঝে মাঝে শ্বশুর বাড়িতে রাত কাটাবেন, তাদের সময় দিবেন, আপনি আর তার মেয়ে ছাড়া কিন্তু তারা অনেক অসহায়।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫