বড়দিনে সেইন্টমার্টিনেঃ ফটো ব্লগ
কক্সবাজারের মহেশখালি দ্বীপ নিয়ে এবারের ফটো ব্লগ।
মহেশখালি ঘাটের জেটি
ভাটা থাকায় জেটির দুপাশে জেগে উঠেছে চর
ভাটা থাকায় জেটির দুপাশে জেগে উঠেছে চর
জেটি পার হয়েই সারি সারি মাছ ধরা ট্রলারের দেখা পেলাম
রিকশায় পথের শুরুতেই পড়ল গোরকঘাটা বৌদ্ধ মন্দির
মন্দিরের চূড়া
মন্দিরের টালি
মন্দিরের টালি
মন্দিরের ভেতরে ধ্যানরত বুদ্ধের মূর্তি
মন্দিরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে এ প্রাণীটি
এরপর বাজার পেরিয়ে গেলাম শ্রী শ্রী আদিনাথ মন্দিরে
মন্দিরের পাশেই টলটলে স্বচ্ছ পানির পুকুর
মন্দির থেকেই দেখা যাচ্ছিল দূরের নতুন জেটি
ওই দূরে এক গ্রাম
মন্দির থেকে প্রায় ২ কিঃমিঃ দূরে সামুদ্রিক বন
মন্দিরের পাশেই উচু টিলায় বৌদ্ধ মঠের চূড়া
টিলার চূড়ায় ওঠার পায়ে চলা পথ
কোত্থেকে যেন আমাদের পেছনে এসে জুটল এক কাক
উচু টিলা থেকে পাতার ফাঁক দিয়ে দেখা যায় পুরো মহেশখালি
নিচে ধুসর রঙের ছাউনি দেয়া পান পাতার গাছ
টিলার ঠিক চূড়ায় সগৌরবে দাঁড়িয়ে আছে গাছটি
নাম না জানা কত গাছ
যেদিকে তাকাই অপরূপ দৃশ্য
এমন দৃশ্যের অভাব নাই পুরো মহেশখালিতে
পরবর্তী ফটোব্লগঃ ইনানি বিচ ও হিমছড়ির বাঁকে
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৬