...আর জানোই তো
জন্মবোবা আমি
কথা বলি শুধু প্রজনন মৌসুমে
এই লেবুগুলো তোমরা ভালো করে কাটো
সূর্যের রসায়ন-কিরণ বসন্ত ঋতুতে অনেক বেড়ে যায়
শ্লৈষিক ঝিল্লি বেয়ে শ্লেষা ও চুম্বন...
তোমরা কি জানো
মার্কিনোভস্কি কেন যে বার বার কুকুরের তলপেটে চুমু খেয়েছিল
বস্ত্রহীন বনযুবক তো ফরাশের বুকে দীর্ঘতম ছিল...
এই লেবুগুলো তোমরা ভালো করে কাটো
মিলিটার মন্দির হতে ব্যাবিলনের দেবদাসীরা এখনো বেরিয়ে আসেনি
নর্তকের দলসহ নরগোষ্ঠী তারা
দেহ বিতান বিছিয়ে দিয়েছে কুমোর আগুনে
মূর্তি পূজারীদল অপরাহ্নে জেনে যায়
হেলেনের ভগসন্ধি সর্বদা স্ফূটনোন্মুখ ছিলো
বস্তিগহ্বর ব্যাপী হেডিসের ঘোড়াসহ অভিজিৎ কুণ্ডুর কবর
এই লেবুগুলো তোমরা ভালো করে কাটো
ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে
জুলেখার সখীদল সবগুলো আঙুল কাটে
চিরদিন তারা লেবু কাটে...
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:১৮