সিরিয়াকে ধ্ংস করেছে শিয়া ও সুন্নীরা; সুন্নীদের পক্ষে আইএস, আমেরিকা ও ইসরায়েল ছিলো, শিয়াদের পক্ষে ছিলো আসাদ, রাশিয়া ও ইরান। আপনি যদি সিরিয়ার পতনকে সঠিকভাবে বুঝেন, আপনি বাংলাদেশের গত ৫৪ বছর এবং সাম্প্রতিক সময়ে ড: ইউনুসে ও জামাত-শিবিরের ক্ষমতা দখলও বুঝতে পারবেন।
আসাদেরা, পিতাপুত্র মিলে সবচেয়ে ভালো অবস্হানে থাকা আরবদেশ, সিরিয়াকে মাটির সাথে মিশায়ে দিয়েছে। হাফিজ আসাদের ভুল ছিলো ইসরায়েলের বিপক্ষে যুদ্ধে যাওয়া; ছেলে আসাদের ভুল ছিলো শিয়াদের সাপোর্টে শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকার জন্য গৃহযুদ্ধ করা।
আরব স্প্রীং'এ (২০১০ -২০১২) বশর আসাদের পতন ( হতো ) হলে, সিরিয়া মাটির সাথে মিশতো না, এখনো শ্রেষ্ঠ আরবদেশ হিসেবে ভালোভাবে থাকতো; আসাদ টিকে থাকার জন্য দেশে গৃহযুদ্ধে লাগিয়ে দেয়ায় আজকের সিরিয়া লেবানন ও ইয়েমেনের কাতারে আছে।
শেখ হাসিনা যদি জুলাই মাসের শেষদিন ঢাকা থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে মিলিটারী বিপক্ষে ডাক দিতো, দেশে গৃহযুদ্ধ লেগে যেতো সিরিয়ার মতো; মানুষ ও দেশ সিরিয়ার মতো হয়ে যেতো, ড: ইউনুস প্যারিসে ও আমেরিকায় থাকতেন। যাক, শেখ হাসিনার মাথায় সেটা আসেনি; উনি মনে করেছিলেন যে, মিলিটারী উনার! আরে ইডিয়ট, তোমার বাবাক হত্যা করার জন্য আমেরিকা ও পাকিস্তান কাহাদের কিনেছিলো?
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৩৯