আজকাল দিনগুলো ছোট ছোট হয়ে যায়।
মাঝে মাঝে মনেহয় শীত শীত টের পাই।
আজকাল লেপ কাঁথা নিয়ে রাতে শুতে হয়।
এসি টেসি ফ্যান ট্যান অফ করে দিতে হয়।
কাল রাতে হলো কী যে, এসি অন্ করি নাই।
বুকে হাত রেখে বলি, ফ্যানটাও ছাড়ি নাই।
কাঁথা টাঁথা নিতে বুঝি বেমালুম ভুলে গেছি।
মশারীর ভেতরেতে ধপ্ করে ঢুকে গেছি।
সকালেতে ঘুম থেকে উঠে দেখি নাক বোঁজা।
ঘটনাটা কীরকম, ঠিক ঠিক গেলো বোঝা।
হাঁচি কাশি সব আছে, ঠান-ডাটা লেগে গেছে।
আচানক ফাঁদে পরে কান-ডটা ঘটে গেছে।
গনগনে দূপুরের রোদে সেই তেজ নাই।
বিকেলের চা'র কাপে, পুরনো আমেজ নাই।
মোটা সোটা লোক আমি, তাও ঘামি কদাচিৎ।
বুঝে নাও ভায়া তুমি, অবশেষে এল শীত।
(কোন বিশেষত্ব আছে কি?)