প্রথমেই বলে নেই প্রাগৈতিহাসিক রাজশাহী কেন বললাম- কারণ এই ছবি গুলো অলমোস্ট ৪-৫ বছর আগের তোলা। সেই সময়ে রাজশাহী ইউনিভার্সিটিতে কিছুদিন ক্লাস করার সুবাদে রাজশাহী থাকা। সেই সময়ে নতুন কেনা ক্যামেরা মোবাইল দিয়ে এই ছবিগুলা তোলা।
এই ব্লগে রাবির বিভিন্ন ডিপার্টমেন্ট, হল এবং রাজশাহী স্টেশনের পাশাপাশি আরও কিছু ছবি শেয়ার করেছি। আশা করছি সবার ভাল লাগবে। সেই সাথে সেইসময়ের রাজশাহীর সাথে যারা পরিচিত ছিলেন তাদেরও আশা করি এই ছবিগুলো অন্যরকমভাবে ভাল লাগবে। রাজশাহী শহর এলাকার তেমন কোন ছবি আমার কাছে নাই।
তবে কয়েকদিনের মাঝে রাজশাহী যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেক্ষেত্রে এই রাজশাহী নিয়ে ইনশাল্লাহ আরও একটা ছবিব্লগ আসবে সামনে, ততক্ষন পর্যন্ত এই ছবিব্লগ দেখতে থাকেন আর জানান কেমন লাগল।
∞ রাজশাহী রেলওয়ে স্টেশন, কমলাপুরের থেকে অনেক পরিষ্কার !!!
∞ বিনা টিকিটে রেলভ্রমন আইনত দন্ডনীয় !!!
∞ রেলস্টেশনের ভিতরে এই সিড়িটা আছে, অসাধারণ লেগেছিল তখন !!!
∞ রেলওয়ে প্লাটফর্মের উপরের ট্রান্সপারেন্ট ছাদ।
∞ এই মেসে ছিলাম, নামটা খেয়াল আসছে না, ক্যাম্পাসের বেশ কাছেই ছিল মেসটা।
∞ মেসের দুইটা রুমের দরজার সামনে এই জিনিস লেখা ছিল, কেউ কি বলতে পারবেন এই রুমগুলো আসলে কি কাজে ব্যবহার হয় ?!?
∞ রাবি গেট !!!
∞ বিখ্যাত প্যারিস রোড, অদ্ভূত সুন্দর জায়গাটা !!!
∞ রাবি বাস স্ট্যান্ড।
∞ গাছের গায়ে আমার ডিপার্টমেন্টের নাম লেখা, অবশ্য আমি যখন ভর্তি হয়েছিলাম তখন নাম কিছুটা চেন্জ হয়ে গিয়েছিল।
∞ ৩নং সাইন্স বিল্ডিং, এইখানেই ছিল আমার ডিপার্টমেন্ট !!!
∞ রাবি লাইব্রেরীর ছাদের একাংশ।
∞ আমি যে হলে অ্যাটাচড ছিলাম তার এক্সটেরিওর ভিউ।
∞ হলের ইন্টেরিয়র ভিউ।
∞ হলের সাথে অ্যাটাচড পুকুর, সাথে বসার জায়গাও আছে!!!
∞ ২নং সাইন্স বিল্ডিং( সম্ভবত) ।
∞ ১নং সাইন্স বিল্ডিং( সম্ভবত) ।
∞ ১নং সাইন্স বিল্ডিং ( ডিফারেন্ট ভিউ)
∞ সাইন্স বিল্ডিং এ একটা দেয়াল পত্রিকা চোখে পড়েছিল !!!
∞ এই গাছটার নাম কি ?!?
∞ স্ট্যাটিসটিক্স ক্লাস করতে যেয়ে ঘুমিয়ে পড়েছিলাম !!!
∞ ক্লাসরুম।
∞ সূবর্ণ জয়ন্তী টাওয়ার।
∞ নিজেকে এখন ঠিক এই পুতুলগুলোর মত লাগে !!!
∞ রাজশাহীর কোন একটা সিল্ক মিল !!!
∞ সিল্ক মিলের সামনের পুকুর আছে, কেউ কি বলতে পারবেন মিলটার নাম কি ?!?
∞ খুলনা ফেরার আগে এই ছবিটা তোলা, আমার অনেক প্রিয় একটা ছবি, একটু মাপজোক করে তুলতে পারলে আরও ভাল হত।
ছবিব্লগ কেমন হল অবশ্যই জানাবেন, সামনে নিজের ইউনিভার্সিটি নিয়ে একটা ছবিব্লগ দিবো ইনশাল্লাহ !!! ততদিন পর্যন্ত সবাই ভাল থাকবেন আশা করছি।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫