ছবিব্লগ দিতে ইচ্ছা করল, আর দিলাম- ব্যাপারটা এমন নয়। বরং একটু ছবি তুলার মুডে থাকলে, কিছু ছবি তুলে, সেখান থেকে যাচাই বাছাই করে সেখান থেকে কিছু ছবি শেয়ার করাকেই ছবি ব্লগ বলা যেতে পারে। "সবাই ছবি ব্লগ দেয়- তাই আমিও দেই" এমন ধারণা থেকে দেয়া ছবি ব্লগের ক্ষেত্রে দেখা যায় যে ঐ ব্লগপোস্ট শেষ পর্যন্ত আড্ডা পোস্টে পরিণত হয়েছে। এই ধরণের ছবিব্লগ বা পোস্ট দেয়ার ক্ষেত্রে আমি বিশেষ পারঙ্গম না। আমার আগের ছবিব্লগগুলোতে ২-১ জনের অনুরোধ রক্ষার্থে এই ছবি ব্লগ দেয়া। আশা করি সবার ভাল লাগবে।
এই ছবিগুলো তোলার স্থান এর কথা আমি লিখেছি পুরাতন খুলনার কথা। তবে এইখানে যেই ছবিগুলো এসেছে তার অধিকাংশই নদীর ঘাট এবং সংলগ্ন এলাকায় তোলা। আরও পুরাতন কোন এলাকার সন্ধান কারও কাছে থাকলে তা পোস্টে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আর অনেক ক্ষেত্রেই ছবির ক্যাপশনটা একটা বড় ফ্যাক্টর। আমি সবসময়ই চেষ্টা করি একটা সুন্দর ক্যাপশন দেয়ার। তবে অনেকে ক্যাপশন দিতে না পারাটা অনেক গর্বের কোন ব্যাপার মনে করেন। এটা আসলে তাদের অজ্ঞতা বৈ আর কিছু না।
১. শত ব্যাস্ততার মাঝেও একজন নিশ্চিন্ত মানুষ !!!
২. কত ঘটনার নির্বাক সাক্ষী, চুপচাপ দাড়িয়ে আছে !!!
৩. দোকানের মালিক বললো এটা ১০০ বছরেরও বেশি পুরানো, তবে রসগোল্লাটা এরা ভালই বানায় !!!
৪. নদীর পাড়ে দোকানগুলো এভাবেই ঝুকিপূর্ণভাবে দাড়িয়ে আছে। একটু খেয়াল করে দেখলে চিন্তার কিছু খোরাক পাওয়া যায়।
৫. এই বিল্ডিংটা ঘাটের ঠিক সামনে, ছবি দেখে হয়ত ভাল লাগছে না, কিন্তু সামনা সামনি দেখতে বেশ লাগে।
৬. হাড়ি, বালতি, বিলুপ্তপ্রায় শিলপাটা এবং ঠিয়াপক্ষীর খাঁচা।
৭. শিলপাটার উপর নকশার কাজ চলছে।
৮. উনি সম্ভবত "কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন পথে যাই" অবস্থায় আছেন !!!
৯. নি:সঙ্গতা থেকে কেউই মুক্ত না !!!
১০. গতি এবং স্থিতি একে অপরের পরিপূরক !!!
১১. অপেক্ষা !!!
১২. সবাই যখন মারামারি দেখছে আমি তখন তাদের দেখছি।
১৩. ঘরে ফেরা !!!
১৪. বোনাস ছবি- চৌধুরী সাহবের সয়েল টেস্টের ভুয়া রিপোর্ট !!!
সবাইকে অসংখ্য ধন্যবাদ ছবিগুলো দেখার জন্য। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭