আওয়ামীলীগ পরাজিত শক্তি? কোন এংগেলে?
কার লগে আওয়ালীগ পরাজিত শক্তি?
৫ তারিখে যা হইছে অবশ্যই আওয়ামীলীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ভুল ছিলো, যার পরিনতি আজকে এই অবস্থা, আগষ্টের ১ তারিখ থেকে সেনাবাহিনী না রেখে যদি শুধু ঢাকা শহরে ২০ লাখ লোকের সমাগম হাতের নাগালে ছিলো, উনি রক্তারক্তি চান নাই, ফলে প্রতিপক্ষ জিতে গেছে। এতেই আওয়ামীলীগ পরাজিত শক্তি হয়ে গেছে?
ভাইয়েরা এতো গাঞ্জা খাইলে হবে না, ১৬ বছরে আওয়ামীলীগ শত্রু বানাইছে বিএনপি রে, জামাতি জংগী রাজাকার সহ অন্য সকল সাম্প্রদায়িক জংগীদের, ভোটের হিসেবে মাঠে যাদের আজকে ইলেকশন হলেও জামানত বাজেয়াপ্ত হবে। এতেই আওয়ামীলীগ পরাজিত শক্তি?
শুনেন অনেক বেশি লাফাইয়েন না, লাফানোর জন্য যা দরকার অর্থ্যাৎ পায়ের তলার শক্ত মাটি সেটাতে নজর দেন....
কি মনে হয়? তল্লাবাহক প্রশাসন, নিষ্কর্মা নির্বাচন কমিশন, নানান অপরাধে বরখাস্ত হওয়া কিংবা অবসরে পাঠানো পুলিশ সদস্য, সচিব আমলা কেবল সমর্থক ভোটার দিয়া নির্বাচন করে জিতে গেলেই আপনারা বিজয়ী? হাস্যকর....
এতো ভাত দুধ দিয়া খাইয়েন না....
আওয়ামীলীগের উপরে জনরোষ শব্দটা একটা ধান্দাবাজী শব্দ। ভীতি সঞ্চার করে সাময়িক গতিরোধ পসিবল, দেয়ালে পিঠ ঠেকে গেলে খাড়াইয়া নি:শ্বাস নেওয়ার সময় পাবেন?
মাকসুদ কামাল নামের এক চার আনার ছাগল ত্যানাপ্যাচাইয়া রিসেন্ট একটা হিসেব দিচ্ছে যার সার্মেয় দাঁড়ায় ১ কোটি ভোট আছে আওয়ামীলীগের। ওকে এই ছাগল্ডার হিসেব মেনে নিয়েই আরেকটু আগে বাড়াই.....
আওয়ামীলীগ পরাজিত শক্তি তো?
সামান্য একটা হিসেব দেই
৫ তারিখের পরে দেশে পোশাক শ্রমিক বেকার হইছে কত? হিসেব আছে? কোন অবস্থায় ৫০ লাখের কম না।
সামাজিক কর্মসুচি সাহায্য সুবিদা বঞ্চিত (বয়ষ্ক, বিধবা, পক্ষঘাতগ্রস্থ আরো অন্যান্য) আওয়ামীলীগ আমলে ভাতা পাইতো, মোট সংখ্যাটা কত? আইডিয়া আছে? ১ কোটি ৯৮ লক্ষ।
কেবল টিসিবির কার্ড বাতিল করা হইছে ৪৩ লক্ষ, হা পরিবর্তে টিসিবির কার্ড পুনরায় যাদের কাছে বিতরন হইছে তারা কিন্তু বিএনপি জামাতি জংগী মৌলবাদী দলের নেতা কর্মীদের কাছে। আপনাদের অর্জন কি? অথচ আওয়ামীলীগ ৪৩ লক্ষ টিসিবির কার্ড দল বিবেচনায় নয়৷ কেবল যাদের দরকার তাদের দিয়েছিলো। এই ৪৩ লক্ষ বিএনপি জামাতি জংগীদের ভোট দিবে তো?
ইজতেমার সাদ পন্থী, খুব নীরিহ টাইপের ধার্মিক, সবাই যে আওয়ামীলীগের ভোটার ছিলো তা নয়। সারাদেশে সংখ্যা কত? ১ কোটির নিচে হবে? সেই সাদ পন্থীদের আওয়ামী এজেন্ট বানিয়ে, তাদের কাছে ভোট চাইবেন কোন মুখে?
সুফী তরিকার মাজারপন্থী এই সংখ্যাটা কত হবে? সবাই বাল পাকনা। বুঝেন তো? সংখ্যাটা কত হবে ধারনা আছে? আনুমানিক? এদের মাজার ভাংচুর লুটপাট স্বৈরাচার আওয়ামীদের দালাল বানিয়ে, এদের ভোট পাবেন তো?
শিল্প সংষ্কৃতি, লালন, এর পেশাজীবি বা ভক্ত কত? পিটিয়ে এদের অনুষ্ঠান বন্ধ করে, এদের ভোট বা সমর্থন আপনাদের আছে তো?
মুজিববর্ষে প্রাপ্ত বাড়িঘরওয়ালা, রিক্সা শ্রমিক, সহ অন্য কারো কথা আর নাই বা বললাম।
তারপরেও নির্লজ্জের মতো বলেন আওয়ামীলীগের উপরে জনরোষ, আরে বান্দির পোলারা ভোট দে, একদম ফ্রী ফেয়ার, বিএনপি জামাত জংগী হেফাজত আরো যারা আছে সবাই সেপারেট প্রার্থী দিবে, আওয়ামীলীগ একলা ভোট করবে। তারপরে দেখ এতো সমর্থন থাকার পরেও জামানত বাজেয়াপ্ত ঠেকাইতে পারিস কি না। আসছিস আওয়ামীলীগ কে পরাজিত শক্তি মারাইতে..... হালারা ফাউল কোনহানের। ক্ষমতার চেয়ারে বসে আত্মতৃপ্তি নিজের আয়নার সামনে গিয়া বল, কেমন শোনায় তারপরে দেখ।
কৃতজ্ঞতায় , সুলতান মির্জা ॥
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫