(ধন্যবাদ সচলায়তনের পি.পী. কে, এটা ধরিয়ে দেয়ার জন্য)
আজকের কালের কন্ঠ পত্রিকার ওয়েব সাইটে যান।
http://dailykalerkantho.com/
এখানে গিয়ে Control + U চেপে ওয়েব পেজটির সোর্স দেখুন।
একটু নিচের দিকে এসে দেখবেন, Gold নিয়ে একগাদা অপ্রাসঙ্গিক কথাবার্তা লেখা! আরো ভিরমি খাবেন, কারণ এই অপ্রাসঙ্গিক কথাবার্তা প্রায় ১০/১২ পৃষ্ঠা বড়!!
ভাল করে খেয়াল করলে বুঝবেন, পুরাটাই ঊইকিপিডিয়া থেকে মেরে দেয়া!
মাথা চুলকাচ্ছেন, ভাবছেন, আজকের কালের কন্ঠের ওয়েবসাইটের সোর্সে গোল্ড নিয়ে অপ্রাসঙ্গিক কথাবার্তা ভরা কেন?? তাও উইকে থেকে হুবহু মেরে দেওয়া?
মজা আরো আছে!
২রা জুলাই সংখ্যাটায় চলে যান।
এটার সোর্স দেখেন, এইখানে "ওয়ার্ল্ড ব্যাংক" নিয়ে সেই একই কারবার! উইকি থেকে নিয়ে সোর্সে ভরে দেওয়া।
৬ তারিখের টায় চলে যান
এটায় জার্মান গাড়ি কোম্পানী "বিএমডব্লু" নিয়ে একই কারবার।
এইটার কারণ কি?
কারণ আর কিছুই না, গুগল এডসেন্সের ২ নাম্বারী। গুগল এডসেন্স বাংলা সাইটে বিজ্ঞাপন দেয় না, সেইটাকে ধোঁকা দেওয়ার জন্য কালের কন্ঠের ওয়েবসাইটে এই কাহিনী

মূল সুত্র: http://www.sachalayatan.com/propremik/33760
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১০ রাত ১:২০