আমার আগের পোস্টে একটা সাজেশন চেয়েছিলাম ক্রেডিট কার্ডের ব্যাপারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাহায্যের জন্যে।
যাই হোক মোদ্দা কথা হচ্ছে অবশেষে ক্রেডিট কার্ড নিয়েই ফেললাম!!


গত পোস্টে কয়েকজনের অনুরোধে আমি আমার প্রথম অভিজ্ঞতা শেয়ার করতে বসলাম।
সবার মতামতে স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ক্রেডিট কার্ডই সবচেয়ে ভাল হবে ভেবে ওদের একদিন ফোন করলাম। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা এত ভাল হয়েছে জানতাম না। ফোন করার পরেরদিনই ব্যাংকের লোক আমার অফিসে এসে হাজির!
তারা আমার স্যালারি স্টেটমেন্ট এবং আরো কিছু ডকুমেন্টস এবং আমার সিগনেচার নিয়ে গেল। এরপর একদিন বাসায় এলো ভ্যারিফিকেশন এর জন্যে। অল্প কিছুদিনের মধ্যেই আমি আমার হাতে ক্রেডিট কার্ড পেয়ে গেলাম। এই প্রসেসটা এত সহজ হবে ভাবিনি।
এরপর গেলাম আমার অনেক সখের স্মার্টফোন কিনব ভেবে। গিয়ে তো আরও মজা পেলাম! ওইখানে গিয়ে শুনি স্ট্যান্ডার্ড চার্টার্ড এর ক্রেডিট কার্ড থাকলে ইন্সটলমেন্ট এর মাধ্যমেই নাকি হ্যান্ডসেট কেনা যায়!! তাও আবার 0% ইন্টারেস্টে!!!
খুশির উপর ডাবল খুশি!!। যাই হোক ক্রেডিট কার্ড দিয়ে EMI এর মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড নিয়ে নিলাম। এখন পর্যন্ত ব্যাংকের সার্ভিসে আমি সন্তুষ্ট। ভবিষ্যতে আরও কিছু শেয়ার করব আপনাদের সাথে আশা রাখছি।
আমাকে গত পোস্টে ভাল সাজেশন দেয়ার জন্যে আবারো ধন্যবাদ সবাইকে।