একা আমি বসে আছি অন্ধকারের পথিক সেজে,
হঠাত আমার অলস গিটার উঠলো বেজে সুরের খোঁজে
ছন্নছাড়া ভাবনাগুলো তোমার খোজে ভাবতে বসে,
ভাবতে থাকি,ভাবতে থাকি পাইনা খুজে স্বপ্নটাকে
ভাবনাগুলো যায় হারিয়ে দুরের ঐ তেপান্তরে,
তবুও আমি খুজতে থাকি স্বপ্নটাকে অন্ধকারে
ভাবনাটাকে পেতেই হবে স্বপ্ন আছে বুকের মাঝে
তাইতো একা বসে আছি অন্ধকারে আলোর খোজে...