তোমার শব্দহীন কথারমেলায়
আমি নিজেকে হারাই,
কথাগুলো শব্দ হয়ে
আমাকে ভাবায়।
এসেছিলে যেদিন তুমি আমার হৃদয় আকাশে
মুগ্ধতা আর ভয় গ্রাশ করেছিলো আমার জীবনটাকে,
মুগ্ধতার কাছে ভয়ের সে কি করুন পরাজয়
রংধনুর সাত রং-এ সেজিছিলো সে আকাশ।
অবশেষে তুমি হলে আমার
তাতেও লোপন করেছিলো অমাবশ্যার রাত,
ধুলোয় লুটিয়ে তুমি জ্বালিয়েছো রুপালী প্রদীপ
সে আলোতে আমি নিজেকে দিয়েছি বলি।
তোমার কাঁপা কাঁপা ঠোঁটে
বলেছিলে যে কথা,
বুঝেছি আমি
বুঝেনি কেউ শব্দহীন সে কথা।
তুমি বলে যেয়ো তোমার মত করে
আমি বুঝে নিবো সে কথা
তোমার হৃদয় আঙ্গিনায় গিয়ে।