প্রথম আলোর রিপোর্ট দেখেই মাথায় ভূত চাপলো রাতারগুল যেতে হবে.......এবং খুব দ্রুত......আর সেই তাড়নাকে আরেক ধাপ বাড়িয়ে দিয়েছিলো যখন দেখলাম ব্লগার শামসীর ভাই সহ বেশ কয়েকজন যখন রাতারগুল গিয়ে ঘুরে আসলেন........ছবি দেখেই আমি পাগল ......না যেতেই হবে......তাই বৃহঃস্পতিবার যখন শুনলাম এক বন্ধু সিলেট যাচ্ছে তাই আর দেরী করলাম না.....ওরা যাবে ট্রেনে আর আমি বাধ্য হয়েই বাসে যাওয়ার সিন্ধান্ত নিয়ে নিলাম......সিলেট দুই বন্ধুকে ফোন করে জানিয়ে দিলাম আসছি।.........
ঢাকার যান্ত্রিকতা থেকে খানিকটা মুক্তির জন্য বিভোর ছিলাম.....তাই ছুটি নিয়ে নিলাম শনিবার......শুক্রবার সকালেই রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে.............দুপুরের মধ্যে পৌঁছে গেলাম.....খাওয়া দাওযা সেরে আজকের জন্য সিলেট শহরটাকেই ঘুরে দেখার জন্য বেছে নিলাম।সিলেট শহরটা বেশ পরিস্কার পরিচ্ছন্ন......নেই কোন শিল্প প্রতিষ্ঠান......সবচেয়ে ভালো লাগরো শহরের ভিতরে কোন বাস চলাচর নেই....কিছু সিটি সার্ভিস বাস আছে মিনি বাস টাইপের।...আর উপশহরটা আরো পরিকল্পিত ও পরিচ্ছন্ন।
রাতেই পরিকল্পনা ঠিক হলো..... গাড়ি ভাড়া করা হলো......সকালেই আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবো.....
সকালে সবাই তৈরী কিন্তু সেই গাড়িওযালারই কোন পাত্তা নেই....বেটা আসি আসি করে ...১০ টা বাজাইয়া দিলো...
আমাদের ৫জনের একটা টিমের যাত্রা শুরু......গোয়ানঘাট হয়ে রাতারগুল.....গাড়ি নিয়ে গোয়ানঘাট যাওয়ার পথে ....পাহাড়ি দৃশ্যও দেখার মতো........
আড়াইঘন্টার জার্নি শেষে আমরা গোয়াইনঘাট পৌঁছে গেলাম....
গোয়াইনঘাঁট থেকে রাতারগুল যাওয়ার পথে....
সেখান থেকে ট্রলার নিয়ে নিলাম .......৮০০টাকায়.....৫০ মিনিটে পৌঁছে গেলাম রাতরগুল..............
সত্যি অজানা এক ভালো লাগায় শিহরিত হলাম সবাই.......এবার ছোট একটা কোষা নৌকা ঠিক করে নিলাম একেবারে ভিতরে ঢুকে যাবার জন্য......ঘন্টা দেড় এর জন্য...............ভাড়া মাত্র ২০০টাকা.....যতই ভিতরে যাচ্ছি ততই ভালো লাগায মন ভরে যাচ্ছে .....ভাবতেই অবাক হচ্ছি সিলেটে এত একটা সুন্দর জায়গা আছে অথচ এতদিন কেউ আমরা জানতামই না....
জল আর বন যেন মিলে আছে অপরুপ সুন্দর এক মহিমায়.................
বাকিটা ছবি দেখে বুঝে নিন....
আরেকটু গভীরে...
বনের ভিতরে বয়ে যাওয়া নদী পথ........
আমাদের রাতারগুল.....আররেকটি সুন্দরবন......
এ আমার দেশ
তোমার রুপের মহিমায়
আমি হলাম দিশেহারা
আমি ভালোবাসি তোমায়.....
আমার দেশ, আমার বন....
এ যেন আরেকটা সুন্দরবন......
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৫