মনটা আজা খানিকটা ভারমুক্ত.......মনে হচ্ছে একটা বিরাট পাথর মনের কোটর থেকে ফেলে দিয়েছি...কোন এক স্থির জলধারাতে......
আমি অবাক নয়নে চেয়ে রই
সেই ধাবমান গতির দিকে...
স্থির জলধারাকে মহুর্তেই
তোলপাড় করে ছুটে চললে কোন পানে।
ক্ষনিকের মাঝে তুমি জলাবৃত হলে
ঢেউয়ের খেলা সৃষ্টি হলো তারই মাঝে।
ধীরে ধীরে তোমার অবয়ব
আবছা হতে আবছাতর হলো ক্ষনিকের মাঝে।
আমি চেয়ে রই তোমার পতন গতির দিকে
আর ভাবছি আনমনে,
এই সেই তুমি যে আমাকে
অন্তরদহনে দাহ্য করছিলে।
শত, হাজার, লক্ষ ক্রোশ
যতদূরে পারিস যা চলে,
একরাশ ঘৃনা থাকবে তার সাথে।
তারিখ : ১৭-০৯২০১২ রাত : ২.০০