আজ মৌনতার মিছিল চলেছে উর্ধ্ব গগনে
শ্রাবনের বারিধারার খানিক বিরামে
চোখ মেলেছে অস্তগামী সূর্য গধুলী লগনে
বিদায়ের সুর উঠেছে বাজি হৃদয়ে রক্ত ক্ষরনে ।
যে রবির আলোয় আলোকিত
ধরায় প্রানের রঙ্গমেলা ,
ভুবন জুড়িয়া কাঁদিছে পরান
তারই এ বিদায়বেলা।
গতিহীনে গতিময় পথের ধূলির শব্দ-ধ্বনি
অন্ধজনের আলোর দুয়ারও গিয়েছিল সব খুলি,
কত আয়োজন কত আলাপন মিলেছে সবই জলে
স্বপ্ননীলের স্বপ্নসকাল ভেঙেছে এই ক্ষনে।
দূরের ঐ হাঁকডাক মিলায় হাহাকারে
ভাঙা হৃদয়ের ভাঙা স্বপ্নের করুণ আর্তনাদে,
জীবনের সব মিলনমেলা থামিবে যেই ক্ষনে
বদ্ধ মনের রুদ্ধ দুয়ার খুলিবে কি সেই ক্ষনে?
জীবনের টানে জীবন মিলেছে
জীবন কেটেছে বেশ ,
শূন্য দিয়ে শুরু যে জীবনের
শূন্যতেই এসে তা শেষ ।
বাকি যদি কিছু থেকে থাকে অবশেষ
জীবনের আশা কভু হবে না নিঃশেষ
ব্যাকুল মনে যদি হয় সেই আভিলাষ
শানিবে মুক্তি তব প্রভুরই বিশ্বাস।
*বিঃ দ্রঃ যে কোন ধরনের অনিচ্ছাকৃত বানান ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৭