আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল
আবার এলেই কাছে চিনিয়ে ছাড়বো চৈত্রের ঘ্রাণ
আবার এলেই কাছে এক সাথে ধরবো গান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে সিনায় সিনায় লাগছে টান
আবার এলেই কাছে
তোকে চিনিয়েই ছাড়বো
প্রেম মানে পরাণের গহিনে পরাণ
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
আবার এলেই কাছে করব দুজন জোছনায় স্নান
আবার এলেই কাছে রাঙিয়ে দেব মলিন মুখখান
আবার এলেই কাছে
তোকে বলে দেব
কতটা অদরকারী হয়ে উঠেছে সংবিধান
আবার এলেই কাছে দেব মেখে ধুলো
আবার এলেই কাছে খেয়ে নেব চুমো
যদিও বেলা শেষ
দিগন্ত টকটকে লাল
আবার এলেই কাছে ছুঁয়ে দেব গাল
০৬ মার্চ ২০২২
কথা : ব্লগার স্প্যানকড
সুর ও মিউজিক : খলিল মাহ্মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
গানের লিংক-১ : এখানে ক্লিক করুন। অডিও ভার্সন-১। মিউজিক সবচাইতে কম এটাতে।
মিউজিক সাউন্ড অ্যাডজাস্ট করতে বেশ বেগ পেতে হচ্ছে। আমার পিসিতে যদি ঠিক থাকে, স্মার্ট টিভিতে ইউটিউবে আবার ঠিক শোনা যায় না; ওখানে ভালো শোনালে আবার মোবাইলে সাউন্ডই পাওয়া যায় না। সবচাইতে বড়ো ইন্সট্রুমেন্ট, মেন্টর বা গাইড হলো ছোটো ছেলে। তার মতামত নেয়ার প্রয়োজন পড়ে প্রতিটা পদক্ষেপেই
গানের লিংক-২ : এখানে ক্লিক করুন - অডিও ভার্সন-১। মিউজিক একটু কম।
গানের লিংক-৩ : এখানে ক্লিক করুন - অডিও ভার্সন-২। মিউজিক একটু বেশি
খালি গলায় গাওয়া গানের লিংক : আবার এলেই কাছে
এ গানের উপর প্রথম পোস্ট : আবার এলেই কাছে - ব্লগার স্প্যানকড-এর কথায় এবং খলিল মাহ্মুদের সুরে এ গানটি
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৫