তিনি এক নিগূঢ় সন্ন্যাসিনী
তাঁকে আমি বহুজন্ম চিনি
অথচ ঠিকানা জানি না তাঁর, জানি না কী নাম
দেখতে কেমন তিনি।
ইথারে আহ্বান তাঁর ভাসে
রক্তে রক্তে তরঙ্গের তোলপাড়
নক্ষত্রের ওপারে অদৃশ্য হাতছানি
আমার ঈশ্বরিনী, পরম আত্মার।
আমি তাঁর চাই না কিছুই, রুপলাবণ্য ছাই!
আমি তাঁর আত্মার আত্মা, মন চাই মন চাই।