১
অহনার কালে এক উর্বশী নারী
ইশারায় ছুঁয়েছিল ভুবন বিথারি
সবচেয়ে বড় তার দেখিয়াছি গুণ
রূপের আগুন ভরা চিকন উনুন
আমি তার প্রেম চাই, চাই ভালোবাসা
বিনিময়ে ঝাড়িঝুড়ি খাই বেশ খাসা
শেষমেষ বুঝে গেছি ঢের
প্রেমদাস আমি তার অমোঘ রূপের
২
সে মেয়ের দেখেন যদি ঝাঁজ
মনে হবে সম্রাজ্ঞী মমতাজ
৩
এ জন্মে তো পাপ করিনি, আগের জন্মে করেছিলাম?
তাই এ জন্মে অলক্ষুণে অনাঘ্রাত পুরুষ হলাম!
৪
পুরুষবন্ধুরা, করে দিও ক্ষমা
পরজন্মে হতে চাই সুন্দরীতমা