যখন বুঝি না
যখন বুঝি না, বুঝি কঠিন ভালো
অথবা একরত্তি নয়
যেমন প্রেম জমে বরফ হয়
আর বরফ গলে হয় লোহা।
দ্রুহ্যা নারীরা সুকন্ঠী নয়
প্রেম বোঝে না বলে
আর অনসূয়া পাখির মতো
প্রেমই সর্বংসহা।
যোনিফুল
তোমার নিটোল পুষ্পগন্ধা যোনি
হাতের তালুতে রাখি
আর নিগূঢ়তম শিল্পের ছোঁয়া মাখি
সমুদ্রের অন্বেষা
আমরা ক্রমশ দূরে সরে যাচ্ছি পরস্পর থেকে
সৌর মঙ্গল
আর উত্তরতম গ্যালাক্সিকণা :
আলোকবর্ষের শূন্যাধার শুঁষে নেয় প্রাণ
তোমার আমার বুক বরাবর।
নিকটতম মঙ্গল সমুদ্র খোঁজে
জলদ সমুদ্র আর কোথাও নেই
পৃথিবী ছাড়া।
চতুরা লাস্যারা
হায় প্রেম! হায় প্রেম!! হায় হসনময়ী চতুরা লাস্যারা!!!
মনে হয় ধরা খেয়েছে, আসলে তা নয়, এটাই ওদের প্রকৃতি, চেহারা।
ঘুড়ি
তুই কি চলে যাবি ঘুড়ি, আকাশে?
ঠিক আছে, যা।
তুই তোর আকাশেই থাক, আমি খুঁজে নেব আমার ঠিকানা।