তুমি কি নজরুল হবে? কিংবা সুকান্ত?
রবীন্দ্রনাথও বাঁচবেন আর বড়জোড় দুশোটি বছর
ঈশ্বরপূর্ব কজন কবিকে মানুষ রেখেছে মনে?
অত:পর অচিরেই তুমিও নিমজ্জিত ইতিহাস
তুমি তো মাইকেল হবে না, অথবা জীবনানন্দ দাশ।
এতো লিখো না
কী কাজ প্রতিদিন মহাকাব্য লিখে?
সপ্তাহে একটি কবিতা অনেক বেশি
মাসে একটা সংযম প্রকাশ
ভালো হয় এক বছরে একটাই
সবচেয়ে ভালো সমগ্র জীবনে একটি
কবিতা তুমি লিখো, যা পড়ে তোমায় আমার
কবি জ্ঞান হয়।
এতো লিখো না ছাইপাশ
লেখনিরও বিশ্রাম চাই, মস্তিষ্কে নিয়মিত সার
সঙ্গমেও যেমন থাকা চাই সাপ্তাহিক ছুটির দিন।
আর শোনো
আমায় নিয়ে কবিতা লিখো না আর কোনওদিনও।