আড়াইশো মাইল - ০১
আমি আড়াইশো মাইল হাঁটি রোজ,
আমি অচেনা শহরে করি চেনা তোর খোঁজ।
তোর জানালার কাঁচে ছাপ ফেলে রোজ রাতে
এক শহুরে প্রেমের যত না পাওয়ার দল,
তোর শিয়রের কাছে আজও জাগে রোজ রাতে
তুই করেছিস যাকে তোর শব্দে পাগল।
আড়াইশো মাইল - ০২
তারচেয়ে ভাবি তুই ছিলি না কখনো,
আমি কখনো দেখি নি, তোকে ছুঁইনি কখনো,
তুই কখনো আমাকে নিয়ে জাগিস নি রাত
আমি দিই নি পাহারা, ধরে রাখিনি দুহাত।
তারচেয়ে ভাবি কেউ ছিলো না আমার,
কেউ ঘুমঘোরে জাগায় নি, ডাকে নি আদরে,
এই কাঁধে ভরসায় কেউ রাখেনি কপাল
কেউ নিজেকে জড়ায়নি তো ধূসর চাদরে।
আজ ভেবে নেই বন্ধুতা কখনো ছিলো না,
আমি সাধারণ কেউ, তুই অচেনা আমার,
ঐ সব কিছু তোর - মাটি, আজান, শহর
আর আড়াইশো মাইল যেতে হবে না আমার।