আমি কবি হতে চাই,
কবি হয়ে শব্দদের সাথে খেলা করার আমার তীব্র বাসনা।
শুধু শব্দ শব্দ আর আমি।
চারিদিকে কেবল শব্দের মায়াজাল।
ছোট-বড় হরেক রকমের শব্দ,
সয়লাপে তাহা ধূম্রজাল।
আমি কবি হতে চাই,
কবি হয়ে শব্দদের সাথে প্রান খুলে গল্প করতে চাই।
ছোট-বড় শব্দ গুলো জুড়ে দিতেই তারা সৃষ্টি করবে অসাধারন এক কবিতা,
আর মনের সুপ্ত কথাগুলো শব্দ হয়ে প্রান খুজে পাবে।
তখন সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা আমি।
আমি কবি হতে চাই,
কবি হয়ে শব্দের ফেরিওয়ালা হয়ে তোমাদের দ্বারে দ্বারে টোকা দেব।
কিছু শব্দ হাসাবে, কিছু শব্দ কাদাবে।
কিছু শব্দ প্রেরণা জোগাবে, কিছু শব্দ প্রতিবাদী হতে শিখাবে।
কিছু শব্দ প্রশংসার, কিছু শব্দ ভর্তসণার।
কিছু শব্দ বেড়াজাল ভাঙ্গবে, কিছু শব্দ সৃষ্টি করবে ইতিহাসের।
জানো,
এতো শব্দের ভিড়েও আমি তোমার জন্য বরাদ্দ রেখেছি এক আকাশ শব্দ।
সে শব্দ কেবল তোমার আর আমার।
আমি কবি হতে চাই,
কবি…।
(অনেক দিন সামুতে আসা হয় না। আজ অনেক দিন পর পোস্ট করছি। কষ্ট করে এই অখাদ্য পড়ার জন্য সকলকে ধন্যবাদ।)