
*** লক্ষ্য করুন: আপনার ইমেইল আইডি যাতে স্প্যামার এর কাছে না যায়, সেজন্য মেইল আইডি ওয়ালা কমেন্টগুলো ইনভাইটেশন পাঠানোর পর ক্রমশ: মুছে দিচ্ছি। ***
অনেকগুলো ইনভাইটেশন জমা করেছি, যাদের ওয়েভ ইনভাইটেশন লাগবে কমেন্টে জানান!





গুগল ওয়েভ কি, এটা পোস্টের শেষের দিকে আছে, হালকা পাতলা

গুগল ওয়েভ আসার পর এটার কুঊঊঊঊঊল সব ফিচারগুলা দেখে আর তর সইছিলো না! সাথে সাথেই গুগল ওয়েভে সাইনাপ করার জন্য উঠে পড়ে লাগলাম! কিন্তু একি.....


মনটাই খারাপ হয়ে গেল, তাও একটা টেরাই মারলাম। সাইনাপ করলাম, আর বললাম যে আমি অনেক গিয়ানী লোক, গুগল ওয়েভের ডেভেলপমেন্টে আমি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম!



ভিড্যু দেখে মাথার তার সব আরো আউলা ঝাউলা হয়ে গেল। এটা কি! ম্যাজিক নাকি! যারা এখনো দেখেন নি ভিডিওটা, যেভাবেই পারেন দেখে নেন। লিংক এইখানে। অনেক লম্বা ভিডিও, নেটের স্পিড বেশি থাকলে ডাউনলোডান, অথবা নেট স্পিড বেশি এমন কারো কাছ থেকে ডাউনলোড করিয়ে নিন। ভাবছেন পস্তাবেন কিনা? আরে মিয়া, এই ভিডিও দেখে টাশকি না খাইলে সব দুষ আমার!

যাইহোক, আজ সকালে মেইল চেক করতে গিয়ে মজার জিনিস দেখলাম, আমার বড়ভাই গুগল ওয়েভের একাউন্ট পেয়েছে, উনি আমাকে ইনভাইটেশন করায় এখন আমারও আছে গুগল ওয়েভ একাউন্ট!




বড় করে না দেখলে মিস করবেন: Click This Link
গুগল ওয়েভের এক ঘন্টা বিশ মিনিটের চমকগুলো লিস্ট করে পোস্ট দেওয়া মোটামোটি অসম্ভব। যারা গুগল ওয়েভের কিছুই জানেন না, তাদের জন্য তাই কিছু প্রাসঙ্গিক বাতচিত করুম এখন

ওয়েভ কি?
গুগল ওয়েভ শুনলেই যেই জিনিসটা সবার আগে মাথায় আসবে- সেটা হল 'real-time communication'। রিয়েল টাইম ব্যাপারটা কি? আপনি এখন সাতটা পাচ মিনিটে যে কাজটা করবেন, আপনার বন্ধুবান্ধব বা অন্য কেউ ঠিক সাতটা পাচ মিনিটেই জানতে পারবে যে আপনি ঐ কাজটা করেছেন! মেসেঞ্জারের চ্যাটকে তুলনা করতে পারেন রিয়েল টাইমের সাথে, কিন্তু ওটা আসলে রিয়েল টাইমে হয়না, বেশ কিছুক্ষণ পরে ইভেন্টগুলো দেখা যায়। অমুক ইজ টাইপিং এ মেসেজ.....

গুগল ওয়েভ তৈরি করা হয়েছে communication আর collaboration এর জন্য। আপনি বন্ধুবান্ধব, কলিগ বা ফ্যামিলির সাথে কথাবার্তা বলবেন, আবার কলিগদের সাথে গুরুত্বপূর্ণ কোন ডকুমেন্ট নিয়ে কাজও করবেন একইসাথে। সবচেয়ে মজার ব্যাপার হল, কোন ডকুমেন্টের যেকোন লাইনে আপনি/যে কেউ যেকোন সময় লাইভ এডিট করতে পারবেন, আর সেটা অন্যরা দেখবে রিয়েল-টাইমে! কাজকর্ম করা এত সহজ কি আগে কখনো হয়েছে এর থেকে?

কি নিয়ে কাজ করবেন? সিম্পল প্লেইন টেক্সট থেকে শুরু করে ছবি, ফ্ল্যাশ, ভিডিও, ম্যাপ, কোড, সব!!! যেকোন কিছু যোগ করা যাবে আপনার ওয়েভে! যোগ করতে কষ্ট?? ড্রাগ-ড্রপ আছে কি জন্য? ডেস্কটপ থেকে কোন ছবি/ফাইল টেনে এনে ফেলে দিন ওয়েভের ওপর, রিয়েল-টাইমে সেটা আপনার ওয়েভে যোগ হয়ে যাবে, আর আপনি যাদের সাথে ঐ ওয়েভটি নিয়ে কাজ করছেন, তারা সবাই দেখতে পারবে রিয়েল টাইমে।

ধরুন, আমি একটা নতুন স্ট্যাটাস দিলাম, যেটার বিষয় বস্তু এরকম: বাংলাদেশে কম্পু সাইন্সের ২৫ বছর পূর্তি হচ্ছে, ইয়াহু! আমার দেয়া স্ট্যাটাসটা, মুক্ত বয়ান ভাই আপডেট হিসেবে দেখতে পেল। উনি আমার ওয়েভটায় যোগ করলেন বুয়েট তো এবার ধুমধাম করে পচিশ বছর পূর্তি সেলিব্রেট করবে। মুক্ত_বয়ান ভাই যেহেতু আমার ওয়েভে নতুন কিছু যোগ করেছেন, আমি সেটা দেখতে পারবো রিয়েলটাইমে। আমি ওনার কমেন্টেই লাইভ রিপ্লাই দিলাম, আরো কয়েকজন কে জানাই চলেন! আমরা ধুমধাম করে মানুষদের আমাদের ওয়েভে ইনভাইট পাঠাতে লাগলাম!

ট্রেডিশনাল মেইলে আপনি কি করেন? মেইল লেখেন, সেটা প্রাপকের কাছে যায়। যাকে মেইল করলেন, সে চাইলে রিপ্লাই দেয়। একটা মেইল গ্রুপ করে আবার অনেকজনের কাছে পাঠানো যায়। যেটা করা যায়না সেটা হল: রিয়েল টাইমে মেইলের যে-কোন জায়গায় এডিট বা রিপ্লাই! হ্যা, গুগল ওয়েভে আপনি প্রতিটা অক্ষরের গায়ে কমেন্ট দিতে পারবেন! এডিট করতে পারবেন! আর পারবেন যেকোন সময় যেকোন কাউকে ঐ ওয়েভে এড করতে! ধরুন, এতক্ষণে আমার মনে হল, আকাশ_পাগলাকে তো '২৫ বছর পূর্তি উৎসবের' কথা জানানোই হয়নাই!


এবার চলুন, আমার গুগল ওয়েভ একাউন্টের সেই স্ক্রীনশট-টাই একটু ঘভেষণা কইরা দেখি!

ছবি - ১: একটি স্যাম্পল ওয়েভ। দেখতেই পারছেন, আপনি যেকোন জায়গায় এডিট/নতুন কিছু যোগ করতে পারবেন।

বড় করে দেখার জন্য এখানে
ছবি নাম্বার দুই: রিয়েল টাইম এডিট
ফটুতে দেখতেই পারছেন, আপনার সহযোগীদের করা নতুন আপডেট গুলো রিয়েল টাইমে আপনি দেখতে পারবেন আপনার একাউন্টে! যেমন, cool লেখার সময় যখন কেউ c প্রেস করবে, আপনি সেই c দেখতে পারবেন সাথে সাথেই!
এতক্ষণ যেই বকবক গুলো করে সবার মাথা ধরালাম, সেটা সেই এক ঘন্টা বিশ মিনিটের ভিডিও'র প্রথম পাচ-দশ মিনিট মাত্র! তাহলে এবার চিন্তা করুন, কি পরিমাণ বিস্ময় আপনার জন্য ওয়েট করতেছে!
হেপ্পি ওয়েভিং!

Google Wave is an online tool for real-time communication and collaboration. A wave can be both a conversation
and a document where people can discuss and work together using richly formatted text, photos, videos, maps, and more.
একই সাথে সামহোরাইন ব্লগ ও টেকটিউনসে প্রকাশিত
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৮