তাঁর সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমি তাঁর একজন ভক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দেশ নাটকের "নিত্যপুরাণ" নাটকে তাঁকে দেখেছিলাম প্রথম। তাঁর অসাধারণ বলিষ্ঠ অভিনয়ে অভিভূত হয়ে গিয়েছিলাম সেদিন, যা কখনো ভুলতে পারবো না। মঞ্চনাটক এর পর আরো অনেকগুলো দেখেছি কিন্তু সেদিনের সেই দিলীপদা' ছিলেন অসাধারণ। পরিচয় বলতে এই। পরবর্তীতে ফেসবুকে তিনি আমার ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহণ করেছিলেন বলে আমি যার পরনাই আনন্দিত হয়েছিলাম।
মূলত তিনি ছিলেন মঞ্চের মানুষ। ১৯৮৯ সালে দেশ নাটকের সাথে যুক্ত হন। এরপর টানা চার বছর মঞ্চে কাজ করার পর টিভি নাটকে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে- মেজবাউর রহমান সুমনের ‘দখিনের জানালার খোলা আলো আসে ফিরে যায়’, দীপংকর দীপনের ‘টেম্পু’, শিহাব শাহিনের ‘মামুলি একটা মানুষ’সহ আরো বেশ কিছু খন্ড ও ধারাবাহিক নাটক ।
এছাড়া নাটকের পাশাপাশি দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে নোমান রবিনের পরিচালনায় ‘কমন জেন্ডার’ এবং বেলাল আহমেদের ‘অনিশ্চিত যাত্রা’। অভিনয়ের পাশাপাশি তিনি নাটকও লিখতেন। তার লেখা বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘একাকিত্ব, মানুষ, মাইক মাস্টার,সন্দেহ প্রভৃতি।
তাঁর আত্মার শান্তি কামনা করছি।
তাঁর ফেসবুক প্রোফাইল লিংক: http://www.facebook.com/dilip.chakrabarty যা আর কখনোই আপডেট হবে না।