: আজকে রাতে তোমার প্লান কি?
: কি দরকার?
; না ভাবছিলাম,যদি ফ্রি থাকো তাইলে একটু ডেটিং এর জন্য জিগাইতাম।
: ও আচ্ছা! ফ্রি আছি, তবে ডেটিং এর টাইম নাই! ডিস্কোতে যাবো, তুমি যাবা?
: মারছে, মদ গাজা খাই না, ডিস্কোতে যাইয়া হাত পা গুটাইয়া বইসা থাকতে হইবো!
: সমস্যা কি? তুমি বসেই থাকবে, আমি একটু ড্রিংক করবো!
: ওক্কে!
কাজে মন দিলাম। বড়ই সমস্যা, ভাবলাম মামারে একখান ফুন দেই!
: কিরে অসময়ে?
: দুস্ত, বিজি?
: কেন? এইবার কি খিচুড়ীর রেসিপি লাগবো? আমার ওয়েব ক্যাম নস্ট, তোরে রাইন্ধা দেখাইতে পারুম না। আমার ঘুমে ধরছে। রাইত ভইরা কাম করছি। শর্ট কাটে বল!
: মামা, পাখি তো ডানা ঝাপটায়, খাচায় ঢোকে না।
: তুমার ঐ ভুটকি পাখির ডানা ঝাপটায়, তাইলে আমি কি করুম? মন তো চায় এয়ার গান দিয়া ওর শাটার ডা্উন কইরা দেই!
: মামা, তোমার টোটকা তো কামে লাগে না! ওরে দেখানোর লিগা ঘন্টা চুক্তিতে একটার লগে ঘুরলাম, চাইয়াও দেখে না। ওরে ডিনার করাইলাম, একটুও চেতলো না। অখন কি করুম?
: যারে নিয়া ঘুরলি অখন তার পিছনে ঘুর, এই ভুটকি বাদ!
: মামা, অতো ভুটকি না, খালি গাল দুইটা ফুলা!
: তাইলে দুই গালে চটকানা লাগা। আর যখন আরেক খান সুন্দর পাইবি, তখন আমারে জানাবি। অখন ফুন রাখ। আর শুন যদি তোরে আবার ডিস্কোতে যাইতে কয়, তাইলে কিন্তু মুড দেখাবি। কইবি তোর কাম আছে!
ফুন রাইখা দিলো মামা। পুরা বিকাল ভাবলাম, কি করি! হঠাৎ আবারও সামনে আইসা খাড়াইলো!
: কি ব্যাপার, সমস্যা কি? খাবার ডেলিভারী দিতে সমস্যা কি? কমপ্লেইন করবো নাকি?
: দেরী মাইনে? খানা কি ফ্রিজ থিকা বাইর কইরা কাচা দিমু? একটু চুলায় ঘুরাইতে হইবো না? টেস্টের ব্যাপার আছে না?
: শুনো আমারে ঐ সব বইলা লাভ নাই। তুমি ঐ চিকনির লগে কামের টাইমে কথা কও, এইটা আমি কি বুঝি না? তুমার খালি মাইয়া মানুষ লাগে, মাগার আমি তুমার সামনে খাড়াইলে তুমার অখন পুষায় না। বাই দ্যা ওয়ে, আমার এইসবে টাইম নাই। ৭ টায় ১০ জনের বুকিং আছে!
: তুমার সত্যি খারাপ লাগছে? ঐ ডা আমার দুষ না, সব দুষ ঐ লন্ডনের মিল্টইন্যার, তুমার ইগনোর স হ্য করবার না পাইরা অর বুদ্ধিতে গেছিলাম, খুদ্দারি...ঐ মাইয়ার লগে আমার ঘন্টার চুক্তি আছিলো, অন্য কিছু না!
: ওকে, রাতে কথা হবে। রেডি হও এখনই ওরা এসে পড়বে। আর ভালো কথা, তুমি কি আমাকে একটু সময় দিবে?
: আবার জিগস!
বুঝলাম না, মিল্টইন্যার বুদ্ধি কামে লাগলো না আকামে? মনে হয় কামে লাগছে, মাগার পাখিতো পোষ মানে না!
নেক্সট পার্ট
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৫