আর আপনার বন্ধুদেরকে ও জানান এটা সম্পর্কে...

***AlertPay provides a safe and secure method for consumers and businesses to send and receive internet payments quickly at little to no cost!***
***With AlertPay you will be able to start receiving money from around the world and have it deposited into your local bank account. If you do not have an AlertPay account yet, sign up for a free at Click This Link
***AlertPay's services will make Bangladesh's outsourcing market grow since it will allow Bangladeshi freelancers to safely and easily receive payments globally and to transfer funds locally, at the lowest fees ever offered in Bangladesh.
অনেক আনন্দ আর উদ্দিপনা নিয়ে বাংলাদেশে অ্যালার্টপে তাদের যাত্রা শুরু করল । তাদের বাংলাদেশর স্লেগান হচ্ছে “মুহূর্তে আপনার টাকা আপনার হাতে”। গত ২২ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বেসিস এর সফট এক্সপো ২০১২। সেই মেলার প্রথম দিনেই উদ্বোধন হয় অ্যালার্ট পে’র কার্যত্রম। অ্যালার্টপে হচ্ছে একটি কানাডীয় অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান । পেমেন্ট প্ল্যাটফরমের ধরনের সার্ভিসের উদ্যোগ বাংলাদেশে এটাই প্রথম। বাংলাদেশে ঢাকাভিত্তিক প্রতিষ্ঠান ক্যাসাডা টেকনোলজি লিমিটেড এর সহযোগিতায় এ কার্যক্রমটি বাংলাদেশে শুরু হয়েছে। এই পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে ফ্রিল্যান্সার এবং আইটি কর্মীরা তাদের আন্তর্জাতিক কোনো কাজের জন্য পাওনা অর্থ সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেয়ে যাবেন। অ্যালার্টপে’র ওয়েবসাইট এ ব্রাউজ করে তার নিজস্ব অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন বিনামূল্যে। এবং পরবর্তীতে প্রতি ট্রানজ্যাকশনে (সর্বোচ্চ ৫০০ ডলার) বাংলাদেশি ২৪০ টাকা ফি’র বিনিময়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করতে পারবেন। এ লক্ষ্যে বাংলাদেশে ব্যাংক এশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে অ্যালার্টপে। অনলাইন পেমেন্ট সেবা প্রদানকারী কানাডা’র প্রতিষ্ঠান ‘অ্যালার্টপে’ এবার তাদের সেবা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশের জন্য। বাংলাদেশে অনলাইন পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ‘অ্যালার্টপে’ই হবে প্রথম প্রতিষ্ঠান। বাংলাদেশ নির্ভর প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাসান্ডা টেকনোলজি লিমিটেডের সহায়তায় অ্যালার্টপে এই সেবা প্রদান করবে বাংলাদেশে। এর ফলে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা সহজেই তাদের ইন্টারনেটে উপার্জিত অর্থ দেশীয় ব্যাংগুলোর অ্যাকাউন্টে সরাসরি জমা করতে সক্ষম হবে। এই সুযোগ এই প্রথমবারের মত পেতে যাচ্ছে এখানকার আউটসোর্সিংয়ে জড়িতরা।
তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ গত কয়েকবছরে অনেকখানি এগিয়ে গেছে। বিশেষত ইন্টারনেটের উন্মুক্ত এই যুগে আউটসোর্সিংয়ে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। আউটসোর্সিংয়ে বাংলাদেশের অগ্রগতির স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যত…ম প্রযুক্তি বিশ্লেষণ প্রতিষ্ঠান গার্টনারও। বিশ্বের শীর্ষ ৩০টি আউটসোর্সিংয়ে সম্ভাবনাময় দেশের তালিকায় তারা স্থান দিয়েছে বাংলাদেশকে। সাম্প্রতিক সময় দেশের তরুণ সমাজের বড় একটি অংশই নিজেদের নিয়োজিত করছে আউটসোর্সিংয়ের কাজে। তারা ইন্টারনেটে উপার্জন করছে বৈদেশিক অর্থ। বিশেষত আইটি খাতে তাদের উপস্থিতি দিন দিন বাড়ছেই। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর তথ্য অনুযায়ী, দেশের ২৫ হাজারেরও বেশি আইটি প্রকৌশলী অনলাইনে ছয়শ’রও অধিক সফটওয়্যার এবং আইটি কোম্পানির হয়ে কাজ করছে। আর দিন দিন এই সংখ্যা বাড়ছেই। আইটি প্রকৌশলী ছাড়াও আউটসোর্সিংয়ের নানান খাতে কাজ করছে দেশীয় তরুণরা। গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপ, প্রোগ্রামিংসহ নানান কাজে নিয়োজিত আছে দেশের লক্ষাধিক তরুণ। তবে এই খাতে ব্যক্তিপর্যায়ে যারা কাজ করে থাকেন, তাদের জন্য বড় একটি সমস্যা হচ্ছে ইন্টারনেটে অর্জিত বৈদেশিক মুদ্রা সরাসরি দেশের স্থানীয় ব্যাংকে নিয়ে আসার সুযোগ নেই। আন্তর্জাতিকভাবে এই সেবাপ্রদানকারী পেপাল একাধিকবার দেশে এই সেবা প্রদান করার বিষয়ে কথা বললেও তা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সেক্ষেত্রে অ্যালার্টপে-ই সর্বপ্রথম দেশের ফ্রিল্যান্সারদের জন্য এই সেবা নিয়ে আসছে। এর ফলে ফ্রিল্যান্সারদের অনলাইন আন্তর্জাতিক অ্যাকাউন্ট থেকে সরাসরি দেশের ব্যাংকে অর্থ স্থানান্তর করা যাবে। এই বিষয়ে অ্যালার্টপে’র সিইও ফিরোজ প্যাটেল জানান, ‘আমাদের বিশ্বব্যাপী যে অনলাইন পেমেন্ট প্লাটফর্ম রয়েছে, তা ব্যবহার করে এখন বাংলাদেশের ব্যবহারকারীরাও তাদের উপার্জিত অর্থ অ্যালার্টপে ই-ওয়ালেটের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আর সেই অর্থ সরাসরি দেশের স্থানীয় ব্যাংকেও জমা করা যাবে। এর ফলে যারা এখন বিকল্প নানান পদ্ধতি ব্যবহার করতে গিয়ে অনেক অর্থ ব্যয় করে থাকেন, তাদের আর সেই বাড়তি অর্থ ব্যয় করতে হবে না।’ তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকেই এই সেবা চালু হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান বেসিস সফটএক্সপোতে এই বিষয়ে।
(কিন্চিৎ লেখা সংগ্রিহীত)
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৮