মনে পড়ে কি সেই ছোটবেলায় কয়েন দিয়ে গেমস খেলার কথা? মোস্তফা, পানিশার, ৩ ওয়ান্ডার্স, সামুরাই, মার্ক, স্ট্রীট ফাইটার, ১৯৪১, নিনজা ইত্যাদি! খেলবেন নাকি সেই অল টাইমস ফেবারিট গেমসগুলো আপনার নিজের পিসিতে, আর তাও আবার একদম ফ্রিতে!
আগের দিনের গেমস গুলো তৈরি করা হয়েছিল ডস বা উইন্ডোজ ৯৮ বা এক্সপির আগের ভার্সনের জন্য তাই এ গেমস গুলো হচ্ছে "rom/arcade" সিস্টেমের গেমস, আর সাইজে খুব ছোট হয়! যদিও এখন গেমস তৈরি হয় .exe সিস্টেমের। যাহোক আমরা "MAME Emulator" ইমুলেটর এর দ্বারা সকল উইন্ডোজে এই গেমসগুলো খুব সহজে খেলতে পারব নিচের মাত্র ৩ টি ধাপ অনুসরন করে!
(Rom/ Arcade গেমস কি তা জানতে চাইলে উইকিতে দেখতে পারেন । এসব গেমস বিভিন্ন অপারেটিং সিস্টেমে খেলতে আলাদা আলাদা "Emulator" ব্যবহার করতে হয়। Emulator কি জানতে চাইলে উইকিতে দেখতে পারেন )
***আপনি কি জানেন এই "MAME Emulator" এর দ্বারা ২,৭০,০০০+ গেমস! খেলতে পারবেন। মানে একটিমাত্র "Mame Emulator" দিয়ে বিশ্বের ২,৭০,০০০ এর বেশি রম "rom" গেমস থেকে বেছে বেছে আপনার পছন্দের গেমস খেলতে পারবেন!

***টিপস: নতুন ভার্সনের "MAME Emulator" পুরাতন rom/ arcade বেশিরভাগ গেমস চালাতে/সাপোর্ট করতে নাও পারে! কারন "MAME Emulator" ডেভেলপাররা নতুন "rom" গেমস এর জন্য নতুন করে MAME ডেভেলপ করেছে। তাই আগে পুরাতন ভার্সনের "MAME Emulator" দিয়ে পুরাতন "rom" গেমস চালিয়ে দেখেন। যদিও "MAME Emulator" এর নতুন/পুরান সব ভার্সনই আছে এখানে ডাউনলোডের জন্য, সবচেয়ে ভাল হবে আপনি যদি পুরাতন rom/ arcade গেমসের তৈরির সাল অনুযায়ী "MAME" এর ভার্সন ব্যবহার করেন! পুরাতন ভার্সনের গেম খেলতে গেমটি কোন সালে রিলিজ হয়েছে তার সাথে মিলিয়ে মামে ডাউনলোড দিন। আর যেহেতু আগের দিনের অধিকাংশ rom/ arcade গেমস ২০০৪ সালের আগে তৈরি করা, তাই আমি ২০০৪ সালের একটি "Mame Emulator" ব্যবহার করছি আর তার ডাউনলোড লিংক ধাপ ২ এ পাবেন।
------------------------------কাজের কথায় আসি------------------------------
***ধাপ ১***:
#প্রথমে নিচের ".rom" গেমস ডাউনলোড সাইট থেকে পছন্দমত কয়েকটি ".rom" গেমস নামিয়ে নিন। যেমন: মোস্তফা, পানিশার, ৩ ওয়ান্ডার্স, সামুরাই, মার্ক, স্ট্রীট ফাইটার ইত্যাদি (আপনার যেটা পছন্দ)!
গেমস ডাউনলোড এর জন্য সবচেয়ে জনপ্রিয় ".rom" সাইট:
১.http://www.rom-world.com/dl.php?name=MAME
২. http://www.fastroms.com/MAME-Roms
৩. http://romhustler.net/roms/mame
৪. http://www.mamedb.com/
৫. http://www.doperoms.com/roms/Mame.html
৬. http://www.freeroms.com/mame.htm
৭. http://www.romnation.net/srv/roms/mame103.html
৮. http://www.theoldcomputer.com/roms/index.php?folder=MAME
৯. http://www.coolrom.com/roms/mame/
১০. http://www.emuparadise.me/M.A.M.E._-_Multiple_Arcade_Machine_Emulator_ROMs/7
***ধাপ ২***:
## এখন একটি ২০০৪ সালের পুরাতন "Mame Emulator" (version .81b) যা মাত্র ৬.৩ মেগাবাইট ডাউনলোড করুন এখান থেকে- MAME32 - v81b.zip
আর নতুন ভার্সন চাইলে(না চাওয়াই ভালো!

অথবা, "Mame Emulator" এর সবগুলো ভার্সন একসাথে দেখুন সাল সহ এখানে- MAME Releases
***ধাপ ৩***:
###তো চলুন কিভাবে সহজে "Mame Emulator" দ্বারা rom/arcade গেমস খেলা যায় তা সহজ কয়েকটি প্রসেসে শিখে নেই!
প্রক্রিয়া ১: মামে ডাউনলোড হলে এক্সট্রাক্ট করুন, মামের একটি ফোল্ডার তৈরী হবে।
প্রক্রিয়া ২: মামের ফোল্ডারে প্রবেশ করুন। সেখানে "roms" নামক ফোল্ডারে আপনার আগে নামানো রম গেমসগুলো কোন প্রকার পরিবর্তন/এক্সট্রাক্ট না করে পেষ্ট করুন।
প্রক্রিয়া ৩: এরপর Mame32 ওপেন করে দেখুন গেমস গুলো available কিনা। দেখালে সেখানে ক্লিক করেন গেম স্টার্ট হবে।
যেমন: ১৯৪১ কাউন্টার অ্যাটাক গেমসটি খেলতে মামের রম ফোল্ডারে পেষ্ট করুন। তারপর মামে ওপেন করুন। দেখুন গেমসটির নাম available দেখাচ্ছে কিনা। দেখালে ক্লিক করেন গেম স্টার্ট হবে।
***কিবোর্ড সেটআপ: গেম শুরু হবার আগে মামের মেইন স্ক্রিন এ keyboard এর "tab" press করে কিবোর্ড সেটআপ ঠিক করে নেবেন। যেমন, ১৯৪১ এর জন্য কি গুলো হল ইনসার্ট কয়েন-৫ স্টার্ট ১, ইত্যাদি। আপনি প্রতিটি গেমের জন্য আলাদা কি সেট করতে পারেন। যেমন- আমি "১৯৪১" গেমসএর জন্য ঠিক করেছি এভাবে-
###ইংরেজি টিওটোরিয়াল: http://versatile1.wordpress.com/2007/12/17/tutorial-how-to-play-mame-roms-in-windows/
Mame Emulator এর বিকল্প- মোস্তফা গেমসের বিল্ট ইন ইমুলেটর:
***যদিও সব রম গেমস চলবেনা, তবে তদের জন্য যারা মামে ডাউনলোড করতে চাননা!
ধাপ ১: মোস্তফা গেমটি ডাউনলোড করুন http://www.fileserve.com/file/xwzWDEG (৪.৪ মেগা) বা http://www.mediafire.com/?7m1h7bki855bbw4 বা http://www.megaupload.com/?d=60KXLXBV বা http://www.filesonic.com/file/1822701111
ধাপ ২ : সেটআপ করুন-
ধাপ ৩: কিছু .rom গেমস ডাউনলোড করুন (উপরে গেমস ডাউনলোড সাইট আছে দেখুন)-
ধাপ ৪ : সেগুলোকে মোস্তফার সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস ( C:Program FilesCadillacsDinosaursMustapha )এ পেষ্ট করুন কোন প্রকার পরিবর্তন না করে।
ধাপ ৫ : ব্যাস মোস্তফা রান করে স্পেস চেপে লোড গেমস থেকে আপনার গেমস খেলুন!
যেমন: ১৯৪১ কাউন্টার অ্যাটাক খেলতে রম ফাইলটিকে এখানে পেষ্ট করেছি। আর মোস্তফার গেম স্টার্ট দিয়ে লোড দিয়ে এটা খেলেছি। আপনারা অপশনে গিয়ে কিবোর্ড সেটআপ দিয়ে ইচ্চামত কিবোর্ড সেটিংস করতে পারবেন।
বোনাস:---->>>আর যারা সামুরাই ২ ভেনগেনস (মাত্র ২৫ মেগা হাইলি কম্প্রেসড) খেলেননি, তারা অন্তত একবার খেলে দেখুন, মজা না পেলে পয়সা ফেরত!


ডাউনলোড লিংক: Click This Link
প্রিমিয়াম রিজিউমেবল হিসেবে ডাউনলোড করতে: http://www.rapid8.com
মিডিয়াফায়ার: http://www.mediafire.com/?oww5wlzhsh1ax1s
বা http://www.mediafire.com/?okgw89xdzon1ocl
Click This Link
### সুপার মারিও গেমস! Super Mario:
ডাউনলোড করুন আপনার সেই শৈশবের প্রিয় গেম সুপার মারিও এখান থেকে- সুপার মারিও Super Mario
লেখকের কথা: এই পোস্ট করতে গিয়ে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। রম এর নিয়ম কানুন বুঝতে বুঝতে আমার মাথা খারাপ হওয়ার দশা হয়েছিল।

তো খেলা শুরু হয়ে যাক, কি বলেন?

সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫