ইলিয়াস ভাই কে নিয়ে গানের শিল্পীদের মতবাদ -
মাইলস - ফিরিয়ে দাও ! ইলিয়াস আলীকে ফিরিয়ে দা আউ
আসিফ - ও ইলিয়াস ও ইলিয়াস তুমি কোম্মে ? ! ?
এল.আর.বি - ফেরারী এই মনটা আমার, মানে না - কোন বাধা ইলিয়াস কে পাবার আশায়...
...
জেমস - রাতে তারা, ভোরের তারা বলতে পারিস, কোথায় আছে কেমন আছে ইলিয়াস ? ! ?
বালাম - এক মুঠো রোদ্দুর হাতে এক আকাশ নীল, আজ ইলিয়াসের জন্য ব্যস্ত শহরে, চলছে হরতালের মিছিল...
তাহসান - ইলিয়াস, ইলিয়াস তোমায় কখনো খুজে পাবোনা, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না...
তৌসিফ - নীল আকাশ ছুঁতে পারি ইলিয়াস যদি চাও, ওই মেঘ হতে পারি ইলিয়াস যদি চাও ! ! !
অঞ্জন - রাস্তায় নামলে ঠ্যাং খোড়া করে দেবে বলেছে রাস্তার পুলিশ রা, অন্য রাস্তা দিয়ে যাচ্ছি তাই...ইলিয়াস ভাই আমি আর আসবো না...
হাবিব - দিন গেলো ইলিয়াস এর পথ চাহিয়া...
হৃদয় খান - বলনা তুই বলনা ইলিয়াস কোথায় বলনা...
জিৎ - ও ইলিয়াস তুমি শুনতে কি পাও, এ গান আমার ? ! ?
অর্ণব - ইলিয়াস বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার মনেতে...
Stoic Bliss - ইলিয়াস ভাই নিখোজ আবার জিগায়, কবে তারে পাবো বলো আবার জিগায়...
পারভেজ - ইলিয়াস গেছে চলে মানুষের আড়ালে, কোন সে দূর অজানায়...
হাসান - ইলিয়াস তুমি আর কেঁদো না, অভিমান করো না...
হায়দার - ইলিয়াস ফাইসা গেছে মাইঙ্কার চিপায়...
রবীন্দ্রনাথ - এসো হে ইলিয়াস, এসো এসো ! ! !
বেবী নাজনীন - দু'চোখে ঘুম আসে না, ইলিয়াস কে হারাবার পর...
সাবিনা - ইলিয়াস ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না...
ডলি - ঘুমিয়ে ছিলাম, ছিলাম ভালো...জেগে উঠে দেখি ইলিয়াস নাই, কোনবা পথে ইলিয়াস রে পাই, রে বন্ধু রে...
ন্যান্সি - বাহির বলে ইলিয়াস রে পাবো, ভেতর বলে পাবো না.
সূত্র