একুশ এলে- গাছে গাছে কোকিলরা গান ধরে
বসন্তরাজ ছুটে আসে উছল হাওয়ায় চড়ে
মটরশুটি সর্ষে কলাই মাঠ ফসলে ভরে-
বিষকাটালি গাগড়া হাসে শুকনো বালুর চরে।
একুশ এলে- কুমড়ো বধু ঘোমটা খোলে লাজে
লেজ উচিয়ে দোয়েল নাচে ফিঙে মাচার ভাজে;
গোলাপ-গাঁদা-হাসনাহেনা-নতুন রূপে সাজে-
মৌচাকে ওই মৌয়াল গীটার গুনগুনিয়ে বাজে।
একুশ এলে- রাখাল রাজা প্রাণ ফিরে পায় গানে
হিন্দু মুসলিম বাংলাভাষীর জোয়ার আসে প্রাণে;
আধার ভেঙে সূর্য ওঠে শুভ্র কলতানে-
ভোরের পাখি ডানা মেলে অসীম আলোর পানে।
একুশ হলো- বীর শহিদের রক্তস্নাত রবি
আন্তর্জাতিক মাতৃভাষার গৌরবোজ্জল ছবি !