এবারের বাংলা ব্লগ দিবস যে সিলেটেও পালিত হচ্ছে এটা নিশ্চয়ই আর নতুন খবর নেই। দ্বিতীয় মিটিংটিও হয়ে গেল সিলেটের মনোরম শাহী ঈদগাহ্ চত্বরে, এইতো ঘন্টা দশেক আগেই। এতে ষোলজন ব্লগার শারিরীকভাবে যোগ দিলেও প্রকৃতপক্ষে পঁচিশজন শুভ আত্মার মানুষের উপস্থিতিই অনুভব করা গেছে পুরো দু'ঘন্টা জুরে। কাজেই দুটো মিটিং সহ যারা কোননা কোনভাবে জড়িয়ে গেছেন ব্লগ ডে পালনের সাথে তাদের সবাইকেই একটু দেখে নেয়া যাক:
১. নিয়েল - নিয়েল (হিমু)
২. আদনান - প্রতিভাবান বালক
৩. আশিকুর রহমান - প্রভাষক
৪. নাযীর আহমদ- নাযীর আহমদ
৫. মামুন রশীদ - মামুন৬৫৩
৬. রাকিবুল হাসান সৌরভ - পৃথ্বীরাজ সৌরভ
৭. রূপম - মাননীয় মন্ত্রী মহোদয়
৮. পাপ্পু - poops
৯. শাহরিয়ার রহমান - বিভ্রান্ত পথিক২০১০
১০. নিশাত শাহরিয়ার - নিশাত শাহরিয়ার
১১. মোহাম্মদ আলমগীর খান - ইঞ্জিনিয়ার২৫
১২. Md. Moniruzzaman Tanim - Tanim
১৩. মো. রেজওয়ানুল করিম শামীম- রেজওয়ান সাস্ট
১৪. রাকিবুল ইসলাম খোকন - Digitalpagla
১৫. খলিলুর রহমান ফয়সাল (সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়)
১৬. আদিল - রুদ্র মানব
১৭. আশীষ - আ শী ষ
১৮. শরিফুল ইসলাম - দিগন্ত নীল মোঃ
১৯. সুমন চন্দ্র সাহা - জনৈক গন্ডমূর্খ
২০. সাকিন উল আলম - সাকিন উল আলম ইভান
২১. তানভীর চৌধুরী পিয়েল - তানভীর চৌধুরী পিয়েল
২২. সানজিদা খন্দকার - মেঘরোদ্দুর
২৩. মোরশেদ খান - একটু স্বপ্ন
২৪. শুভ - দলছুট শুভ
২৫. সামিউর রহমান (সাগর) - নিশাচর রোদ্দুর
দু'জন জনসেবায় যাওয়া মাত্র ১৪জন ক্যামেরাবন্দী। সেবকদ্বয় গলা ছেড়ে কাঁদুন, ছবিটি সত্যিই ভাল এসেছে
ষোল থেকে সাতচল্লিশ বছর বয়স সীমার ষোলজন মানুষ মিলে একটি মিটিং হল অথচ কারও সাথেই কারও চিন্তার বিরোধ দেখা গেলনা। সব আলোচনাই হল গণতান্ত্রিক ব্যাবস্থাকে হৃদয়ে ধারন করে। কন্ঠভোটে গৃহিত হলো সিদ্ধান্তগুলো। আহা হয়তো একদিন আমাদের দেশের মহান সংসদের ভেতরের মানুষগুলোও বৃহত্তর জনকল্যাণকর বিষয়গুলোতে এভাবেই ঐক্যবধ্য ভঙ্গিমায় নেবে সিদ্ধান্ত (দেখে ফেললাম একটুখানি স্বপ্ন!)
জৈষ্ঠতম আর কনিষ্ঠতম দু'জনই আছেন এখানে, কাকতালীয়!
একঝাক তরুন অথচ চোখমুখ প্রত্যয়ী আর আলোঝলমলে!
রিয়েল লীডার ইন একশন ভঙ্গিতে আছে আবেগমিশ্রিত প্রত্যয়
একটু দেখে নেয়া যাক ব্লগ দিবস উপলক্ষে কিকি সিদ্ধান্ত হল মিটিংটিতে
- চতুর্থ বাংলা ব্লগ দিবস সারা দেশের মতই সিলেটেও ১৯ ডিসেম্বর ২০১২ পালিত হবে
- অনুষ্ঠানটি হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর "চেতনা ৭১" এ
- ঠিক বিকেল ৩:০০ টার সময় শুরু হবে (তিনটা মানে তিনটা, চারটা বা পাঁচটা ভাবলে হবেনা )
- অতিথি হিসেবে থাকবেন ডঃ মুহম্মদ জাফর ইকবাল ও ডঃ ইয়াসমীন হক (আরও কেও থাকতে পারেন যা পরে চুড়ান্ত করা হবে)
- অনুষ্ঠান ব্যাবস্থাপনার আনন্দময় ঝামেলার কাজটির দায়িত্বে থাকবেন সাকিন উল আলম ইভান
- ব্যানার ও কেক সংক্রান্ত কষ্ট পোহাতে আগ্রহী মানুষটির নাম সুমন চন্দ্র সাহা যিনি নিজেকে জনৈক গন্ডমূর্খ (নিক) ভাবতে ভালবাসেন
- অর্থ মন্ত্রনালয়ের গুরুভার চাপিয়ে দেয়া হয়েছে মাননীয় মন্ত্রী মহোদয় (রূপম) এর উপর। খোদ মন্ত্রী ছাড়া এমন দায়িত্ব আর কেইবা নিতে সাহস করবে বলুন
- সার্বিকভাবে সমন্বয় সাধনের মত আনন্দহীন কাজটি করতে রাজী হয়ে সকলকে আনন্দের জোয়ারে ভাসিয়েছেন সর্বজনাব মামুন৬৫৩ এবং নিয়েল (হিমু)।
জনকল্যাণে তাঁদের এ অবদানের কথা জাতী নিশ্চয়ই স্মরণ রাখবে এবং সামনের নির্বাচনে তাদেরকে নমিনেশন দেয়ার দাবীতে গণঅনশনও হতে পারে
এখানে কিন্তু আছেন ১৬জনই। হাতে সমুচা তাতে কি, খাবার দৃশ্য এমন কোন অস্বাভাবিক কিছু নয়
রুশানের জন্য ভালবাসা
আগের সিদ্ধান্ত অনুসরন করে উপস্থিত ব্লগারগন মিটিং থেকে কিছু টাকা সংগ্রহ করেছেন যা রুশানের পরিবারের কাছে পাঠিয়ে দেয়ার ব্যাবস্থা নেয়া হয়েছে। ব্যাবস্থাটি অব্যাহত থাকবে ব্লগ দিবস পালনের দিন পর্যন্ত।
তিন বছর বয়েসী দেবশিশুর মত অসুস্থ্য শিশুটির কথা যারা আরেকটু ভালভাবে জানতে চান তাদের জন্য দুটো লিংক দিলাম:
ঘু্ড্ডির পাইলট লিংক: Click This Link
দলছুট শুভ লিংক: Click This Link
দেহ ও মুখের ভাষায় আরও যা কিছু উঠে এল
উপস্থিত সকলের মাঝেই একই প্রত্যয়, যে কোন মূল্যে বজায় রাখতে হবে সুস্থধারার চর্চা, মননে, চিন্তায় আর কাজে। যে প্রত্যয় রূখে দিতে পারবে অপশক্তির যেকোন অপপ্রয়াস। তবে তা গায়ের জোরে নয়, চিন্তা-বুদ্ধী আর শক্তিশালী লেখনী দিয়ে। এভাবেই হয়তো ভূমিকা রাখা যাবে আমাদের স্বাধীনতা চেতনায় আর সামাজিক কল্যানমূলক কাজে।
২০০৫ ইরেজী সালের মহান বিজয়ের মাসেই যে উদ্দেশ্যে বাংলা ব্লগিং যাত্রা শুরু হয় তার প্রকৃত সুফলটুকু যেন ভাগ্যাহত এ দেশ মাতৃকা ভোগ করতে পারে। সুস্থ্য ও নির্মল চিন্তার মানুষেরা যেন ধীরেধীরে অথচ অনিবার্যভাবে বাড়তে থাকে চারপাশে। চতুর্থ বাংলা ব্লগ দিবস পালনের সময়কালে এমন একটি আশাবাদই চলুন করি সবাই। সবার জন্য ভালবাসা।
সিলেটের ব্লগডে উৎযাপন সংক্রান্ত অন্যান্য পোষ্টগুলোও থাকুক এখানে:
নিয়েল (হিমু) এর পোষ্ট: Click This Link
মামুন৬৫৩ এর পোষ্ট: Click This Link
মাননীয় মন্ত্রী মহোদয় এর পোষ্ট: Click This Link
সাকিন উল আলম ইভান এর পোষ্ট: Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৯