একজন স্বদেশ চলে গেলে কার কি আসে যায়
এমন আটপৌরে লোক জন্ম নেয় পাড়ার ঘরে ঘরে,
ভাত খায়, ঘুম যায়, বাথরুমে গুন গুন গান গায়, হাওলাত নিয়ে
পয়সা দিতে দেরী হলে হয়তো কেউ কড়া নাড়ে, নয়তো কে খুঁজতে যাবে তাকে?
মুদি দোকানের বাকির খাতা বা জীবন বিমার দালাল ছাড়া মনে পড়ে না
কেউ লিখে রেখেছিল তার নাম
ভাড়াটিয়া উঠে গেলে অন্য ভাড়াটিয়া মিলে যায় বর্ধিত টাকায়,
চাকুরির চৌকোনো ডেস্কটিতে বিকল্প কত ক্যাণ্ডিডেট অপেক্ষায়,
একজন স্বদেশ নেই বলে আড্ডা থামবে না, গানের প্লেয়ারে কেউ থামাবে না
পপ গান, মেঘদের কোলাকুলি ঠিকই রবে, ফুলেরা কলি ছড়াবে
এমন কি জানলার পাখি
শোকার্ত হয়ে একটি জামরুল কম খাবে এমন হবে না,
শাদা শাড়িরা ভুলে যাবে, ফ্রক ভুলে যাবে
ভালবেসে মরে যাওয়ার প্রতিশ্রুত রমনী ভুলে গিয়ে সংসারী হয়ে রবে
একজন স্বদেশ চলে গেলে কে খোঁজ করে তাকে?
সাইক্লোনের বাতাসের মতো শূণ্যতা বোঁজাতে
মানুষের ভিড়ে ঢুকে পড়বে আরেকটা স্বদেশ
---
ড্রাফট ১.০ / স্বদেশ কোথাও যাচ্ছে না
প্রিয় কবি অমিত চক্রবর্তীর মনোলগ - ২ এর ৪ নম্বর কবিতা থেকে স্বনাম ব্যবহারের অনুপ্রেরণা।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:০২