যদি প্রশ্ন করা হয়, বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? অনেক জায়গা পাওয়া যাবে আমাদের এই অসম্ভব সুন্দর এই মাতৃভূমিতে. তবে St.Martin এর সৌন্দর্যের আবেদন আসলেই তুলনাহীন, যা কখনই ভাষায় প্রকাশযোগ্য নয়. তবে দুঃখের বিষয় এই যে, পরিবেশগত দূষণের কারণে এই বিস্ময়কর দ্বীপটি ক্রমাগত তার সৌন্দর্য হারাচ্ছে. ২০০৬ সালে প্রথম গিয়েছিলাম আর recently গেলাম ২০১১ সালের এপ্রিলে. গিয়ে মনটা খারাপ হয়ে গেল, কারণ দ্বীপের চারপাশে ঘেরা কোরালের অনেকাংশ এখন পানির নিচে তলিয়ে যাচ্ছে, আর সমুদ্রের পানি ময়লা হয়ে যাচ্ছে দিন দিন. তাই যারা এখনো যান নি, তারা অবশ্যই ঘুরে আসুন.
ঢাকা থেকে কেমনে যাইবেন?
ঢাকা থেকে আপনি diect bus এ করে টেকনাফ যেতে পারেন, তবে সেটা অনেক বিরক্তিকর journey . সবচেয়ে ভালো হয় আপনি যদি ট্রেনএ করে যান. এতে আপনার বিরক্তি লাগবেন না. আর যদি কয়েকজন বন্ধু একসাথে যান তবে সবচেয়ে best . [recently আমরা কয়েকজন বন্ধুরা গিয়েছিলাম, আমরা যেভাবে গিয়েছিলাম, আমি এই লেখায় তার বর্ণনা দিচ্ছি]
ঢাকার কমলাপুর থেকে "সুবর্ণ এক্সপ্রেস" ট্রেনটি ছাড়ে বিকাল ৪ টায়, এতে করে আপনি চট্টগ্রাম পৌছাবেন রাত ১১-১১.৩০ এর মধ্যে [per ticket fair 165tk]
চট্টগ্রাম থেকে S.ALAM বাসে করে [night coach ] করে যাবেন টেকনাফ. [S.ALAM এ per ticket fair ২৫০-২৬০tk এবং বাসের হেল্পারকে বলে দিবেন আপনাকে যাতে কেয়ারী সিন্দাবাদের ঘাটে নামিয়ে দেয়] ভালো হয় আপনি যদি রাত ১.৩০-২.০০ টার মধ্যে বাসে উঠেন, তাহলে আপনি রাতের খাবার ঝামেলাটা চট্টগ্রাম থেকে সেরে ফেলতে পারবেন এবং আপনি সকাল ৭.৩০-৮.০০ টার মধ্যে টেকনাফ কেয়ারী সিন্দাবাদ ঘাটে পৌছে যাবেন। [এইখানে একটু বলে রাখি, টেকনাফ যাওয়ার পথটা অনেক সুন্দর, বিশেষ করে ভোর বেলায় আপনারা যখন টেকনাফের কাছাকাছি পৌছে যাবেন তখন ঘুমিয়ে না থেকে চারপাশের অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হবেন. সঙ্গে করে যদি handycam নিয়ে যেতে পারেন তাহলে আরো ভালো হয়]
কেয়ারী সিন্দাবাদ ঘাটে নেমে আপনি সকালের নাস্তাটা রাস্তার অপরপাশের দোকান থেকে সেরে নিতে পারেন. টেকনাফ থেকে দিনে একবার জাহাজ [ বা লঞ্চ] ছাড়ে সকাল ৯টায়. [সারাদিন আর অন্যকোন সময়ে লঞ্চ ছাড়ে না]. কেয়ারী সিন্দাবাদের টিকেট আপনি ঢাকা থেকে আগে থেকে বুকিং দিয়ে রাখলে ঝামেলা কম. সেক্ষেত্রে ধানমন্ডি ১৫ নং কেয়ারী প্লাজা থেকে টিকেট বুকিং দিতে হবে [ টেকনাফ থেকে St Martin ticket fair 325tk , St Martin থেকে টেকনাফ ticket fair 275tk ]
কেয়ারী সিন্দাবাদ আপনাকে St Martin পৌছে দিবে ১২-১টার মধ্যে. নাফ নদীতে যাবার সময় অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাবেন. একদিকে বাংলাদেশের ছোট ছোট পাহাড়, অপরদিকে মায়ানমারের বিশাল বড় এক পাহাড় [ বাপরে বাপ !!!! অনেক বিশাল এক পাহাড়...!! না দ্খেলে বুঝবেন না ]. তাই সঙ্গে করে যদি বাইনোকুলার নিয়ে যেতে পারেন তবে আপনার যাত্রা স্বার্থক.
সেন্ট মার্টিন পৌছে গেলে "থাকমু কই? খামু কি?" সংক্রান্ত এক মহা ঝামেলায় পরবেন !! এক্ষেত্রে অনেকের personal choice র ব্যাপার আছে. যারা নিরিবিলি থাকতে চান "সীমানা পেরিয়ে" বা "ব্লু ডায়মন্ড" etc .রিসর্টে থাকতে পারেন. এছাড়া হোটেল অবকাশ, প্রিন্স ইতাদ্যি আরো অনেক হোটেল আছে. কিন্তু যদি অনেক বন্ধু মিলে যান তবে ব্লু ডায়মন্ড রিসর্টটি আপনাদের জন্য পারফেক্ট, রুম গুলো বড়, খাট গুলাও মাশাল্লাহ বড় সাইজের [ আমরা এক রুমে চার জন করে ছিলাম]. [ভাইজানরা আবার মনে কইরেন না আমি রিসর্টের advertising করতেছি, st . martin এর কসম ঐখানে আমার কোনো হোটেল নাই !!!]। [ রুমের ভাড়া season -র উপর depend করে, আপনাকে দামাদামি করে নিতে হবে]
খাবার দাবারের বেলায় আপনাকে অনেক ভুগতে হবে. বিশেষ করে পানির বেলায় অনেক কষ্ট হবে. মিনারেল ওয়াটার-র দাম বেশ চওড়া. তবে ডাব খেতে পারেন [১৫-২০ tk নিবে]। খাবার দাবার আপনাকে দামাদামি করে খেতে হবে. অনেক হোটেল আছে তবে ব্লু ডায়মন্ড, হোটেল অবকাশের পাশে "আসমা হোটেলের" খাবার ভালো। তবে একটা প্রবলেম হলো ওরা খাবার late করে serve করে।
আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় তথ্য হলো, সেন্ট মার্টিন যাবার আগে আপনার গায়ের রং যাই থাকুক না কেন, ফিরে আসার পর আপনি ১০০% কেনিয়া ক্রিকেট টিমের প্লেয়ার হয়ে যাবেন !!!! তাই শুধু সান স্ক্রীন ক্রিমে কাজ হবে না, সেন্ট মার্টিন বাজারে বড় বড় কার্নিশওয়ালা hat পাওয়া যায়, দয়া করে কিনে নিয়েন.
সেন্ট মার্টিন যদি ১০০% সুন্দর হয় তবে ছেড়া দ্বীপ ১০০০০% সুন্দর একটা জায়গা. অবশ্যই একটা দিন reserve রাখবেন ছেড়া দ্বীপে যাবার জন্য. ভালো হয় সকাল সকাল রওনা দিতে পারলে. অনেক জন হলে একটা নৌকা reserve করে নিন. [যাওয়া আসা ৮০০-১২০০ tk নিবে, দামাদামি করে নিতে হবে ]. অসম্ভব সুন্দর একটা জায়গা. এক টুকরা বেহেস্ত !!!
৩-৪দিন থাকতে পারলে পুরা সেন্ট মার্টিন টা enjoy করে আসতে পারবেন. সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার লঞ্চ কেয়ারী সিন্দাবাদ দিনে একবার ছাড়ে [ দুপুর ৩ টায়]। আপনি টিকেট বুকিং দিবার সময় return ticketo ও বুকিং দিতে পারেন।
সেন্ট মার্টিন থাকার সময় যদি কোনো ঝামেলায় পরে যান তবে "coast guard " দের কাছে help পাবেন। ওনারা যথেষ্ট friendly । আমাদের সাথে পুরা একটা দিন কাটিয়েছিল এবং অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল।
সেন্ট মার্টিন থেকে ফিরে আসার পথে টেকনাফে একদিন থাকতে পারেন. মার্কেটিং করতে চাইলে টেকনাফ থেকে করে নিতে পারেন [ সেন্ট মার্টিনে জিনিসপত্রের দাম বেশি]. টেকনাফ sea beach টা দারুন সন্দর একটা জায়গা. টেকনাফ বার্মিজ মার্কেটের পাশেই ঐতিহাসিক "মাথিনের কূপ" নামক একটা জায়গা আছে, দেখে আসতে পারেন. টেকনাফ থেকে ঢাকার direct ac / non -ac বাস আছে, আপনি সেখান থেকেও ঢাকায় আসতে পারেন.
যান একবারের জন্য হলেও ঘুরে আসুন এই অসম্ভব সুন্দর জায়গাটি। তবে একটু খেয়াল রাখবেন আপনার দ্বারা পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়। আমরা সবাই যদি নিজেরা পরিবেশের প্রতি সতর্ক থাকি তাহলে এই পরিবেশও আমাদের রক্ষা করতে পারবে।
[ এই লেখায় যেসব price /ticket fair গুলার কথা উল্লেখ করলাম, তা যে কোনো মুহুর্তেই পরিবর্তন হতে পারে...জানেন-ই তো বাংলাদেশে সব সম্ভব !!!!!!]
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৫২