যাই হোক এবার কাজের কথায় কাশি থুক্কু আসি. android এর অনেক আকর্ষণের একটা হলো " Android Market যেখান থেকে আপনি ২ লক্ষেরও বেশি games, applications এবং widgets ফ্রী use করতে পারবেন [ কিছু কিছু apps আবার buy করতে হয় ].
এত সব application এর সাগরে আপনি হয়ত সাতার কাটতে কাটতে হাবুডুবু খাবেন. তাই আমি প্রয়োজনীয় কিছু Android App এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি.
1 . SWYPE : অসাধারণ একটা মেসেজিং apps .যেই word টি লিখতে চান, যেমন : flower লিখতে চাইলে F , L ,O ,W ,E , R এই লেটার গুলার উপর আপনার আঙ্গুল একটিবারের জন্য না উঠিয়ে drag করে নিয়ে যান এবং drag করার সময় লেটার গুলার উপর কিছুক্ষণ stay করুন. তারপর দেখুন চমত্কার !!!
2 . "1 -click clear ": এই apps টি আপনার mobile এর cache files , browsing history etc clear করে .
3 . "Fingerprint Screensaver " : Mobile lock করে রাখার জন্য অনেকে password use করেন, কিন্তু এই password টা যদি হয় আপনার fingerprint তাইলে কেমন হয়? এই apps টি দিয়ে password এর ঝামেলা দূর করে, password হিসেবে use করুন নিজের fingerprint !!
4 . "Lookator ": এই apps টি একটি WiFi scaner হিসেবে কাজ করে. তবে এটি একটি সাধারণ WiFi scaner না. এটি আপনার Mobile camera টা কে scanner হিসেবে use করবে এবং কোন জায়গায় WiFi এর strength অনেক বেশি তা আপনাকে ক্যামেরার screen -এ point out করে দেখাবে !!
5 . "Easy Filter ": অনেকেই হয়ত call block service টি use করেন আর মাসে মাসে service charge দিয়ে যাচ্ছেন. এই apps টি আপনার যে কয়টি Mobile number block করার দরকার ত়া করতে সাহায্য করবে একদম ফ্রী !!!!
6 . "3D Compass " : নাম শুনেই বুঝতে পারছেন এই apps টি কম্পাস এর মত কাজ করবে. কিন্তু মজার ব্যাপার হলো কম্পাসের পাশাপাশি এটি map show করবে এবং ডিগ্রী পরিমাপ ও করবে !! এছাড়া এটিতে আরো কিছু মজার মজার option আছে.
7 . "Guitar Tuner ": যারা গিটার play করেন এটি তাদের জন্য. এই apps আপনার গিটার কে tune করতে help করবে , guitar processor দিয়ে যেভাবে tune করা হয় ঠিক সেভাবে !!
8 . "Relax and Sleep ": আমার খুব প্রিয় একটি apps . এই apps আপনাকে অনেক রকম sound শোনাবে. যেমন মনে করুন আপনার বৃষ্টি পরার শব্দ শুনতে ইচ্ছা করছে, তাইলে এই apps এ গিয়ে শুনতে পারবেন, বৃষ্টির সাথে যদি "ঝি ঝি পোকার ডাক" শুনতে ইচ্ছা হয় সেই শব্দ টাও add করতে পারবেন . এরকম অনেক sound এখানে আছে যেমন: সমুদ্রের ঢেউ, ঝরনার শব্দ, বাতাসের শব্দ, গাছের পাতার শব্দ, পাখির ডাক. মজার বেপার হলো একটা শব্দের সাথে আপনি অন্য শব্দ add করতে পারবেন. আর এই শব্দ গুলো শুনতে শুনতে যদি ঘুমিয়ে পরেন তাইলে ও কোনো প্রবলেম নাই, আপনি timer use করে একটা time set করে নিন. ওই নির্দিষ্ট সময় পর apps টি automatically off হয়ে যাবে.
9 . "iQuran ": এই apps টি পবিত্র কোরান শরীফের আরবি ও ইংলিশ একসাথে. প্রত্যেকটি আরবি আয়াতের পাশে ইংলিশ অর্থ. এছাড়া এই apps দিয়ে আপনি বিভিন্ন তিলাওয়াতকারীর তিলায়াত download করতে পারবেন.
10 . "Cam Translator " : এই apps দিয়ে আপনি যেকোনো unknown language র দিকে আপনার Mobile কামেরাটি তাক করুন, language টি auto detect হয়ে যাবে এবং সাথে সাথে এর ইংলিশ meaning show করবে !!!! খুবে useful একটি apps . তবে এটি use করতে net connection লাগবে.
11 . "CamScanner ": এই apps দিয়ে বইয়ের লেখা গুলোর ছবি তুলুন এবং pdf file এ convert করে নিতে পারবেন !! শুধু তাই নয়,,, আপনি page number , headline etc দিতে পারবেন !!!
12 . "Countries of the world ": এই apps টি দিয়ে আপনি যে কোনো country র সম্পর্কে general information গুলো জানতে পারবেন, যেমন : country map , flag , capital , country code , native name , geographical info , economical info etc . অনেক তথ্য জানতে পারবেন দেশটি সম্পর্কে. এছাড়া আপনি কুইজে অংশ নিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবেন , এর জন্য net connection এর দরকার নেই !!!!!
13 . "Ringdroid ": এই apps দিয়ে আপনার পছন্দের কোনো গানের কোনো নির্দিষ্ট অংশ ringtone হিসেবে use করতে পারবেন .
14 . "Barcode Scanner ": নাম শুনেই বুঝতেই পারছেন এই apps টি আপনাকে কোনো একটি পণ্যের barcode scan করে আপনাকে জানাবে.
15 ."JEFIT " : যারা gym করেন এই apps টি তাদের জন্য. এই apps টি তে gym র instruction দেয়া আছে এবং কিভাবে করতে হবে, body part এর কোথায় এর effect হবে তাও বলে দেয়া আছে.
এছাড়া আরো অনেক অনেক apps আছে যা আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী update এ জানাতে. এই পোস্ট টি যদি আপনাদের উপকারে আসে তাহলে অনেক খুশি হব.
[update হবে ]
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৪৭