লেডী গাগা গে দের সাথে তার দেশ যে ব্যবহার করে তার সমালোচনা করায় লিথুনিয়ার ৩৭ বছর বয়স্ক এক ফার্নিচার মিস্ত্রী বড় ধরণের প্রতিবাদ করেছে। রোমে একটি কনসার্টে লেডি গাগা ঘোষণা করেন, কিছু দেশ যেমন পোল্যান্ড, রাশিয়া এবং লিথুনিয়া লেগেবিটি সম্প্রদায় কে (LGBT) রক্ষার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহন করছেনা।
নাম না জানা ওই ফার্নিচার মিস্ত্রী এতে খুব খেপে যায়। সে তার নিজের ফেসবুক ওয়ালে লেখে, “এই গিনিপিগদের ধ্বংশ করার জন্য আমাদের আরো একজন হিটলারের প্রয়োজন, দিনদিন তাদের সংখ্যা বেড়েই চলেছে।"
লিথুনিয়ার একটি গে গ্রুপ এই পোস্টটির বাতাস পেয়ে যায়। তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরে। ঘৃণা ছড়ানোর অপরাধে লোকটির বিরুদ্ধে অভিযোগ এনে গ্রেফতার করা হয়। ভিলিনিয়্যাস এর প্রথম শ্রেনীর আদালত তাকে ৫৯৪ ডলার জরিমানা করে। বিচারক কাঠমিস্ত্রীকে দোষী হিসেবে উল্লেখ করে বলেন, "inflammatory rhetoric and encouraged mockery, defiance, discrimination and physical violence against a group of people or its members on the grounds of sexual orientation."
লোকটি তার ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়েছে, “গে’দের বিরুদ্ধে সহিংসতা তৈরী করার কোন অভিপ্রায় আমার ছিল না। যা লেখা হয়েছে তার জন্য আমি দুঃখিত। আমি ভাবি নি যে আমার মন্তব্য ব্যক্তি সাধারণকে আহত করবে” লোকটার কথা থেকেই বোঝা যায় চাপে পড়লে সে বারবার ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত।
সুত্রঃ Huffington Post