
বাল্যবন্ধু রানা নস্টালজিক নিকে এখানে লেখালেখি করে। একদিন পাপী ০০৭ নিকের ব্লগার মাহমুদের লিরিকে সুর করে বসল। কথা এবং সুর দুটোই বেশ পছন্দ হলে আমি ভোকালসহ ট্র্যাকটা তৈরি করি। শুনতে চাইলে এখানে ক্লিক করুন। অলটারনেট লিংক - ফেসবুক / ব্লগস্পট । দুজনেরই অনুমতি নিয়ে আপলোড করা হয়েছে। রানার গাওয়া ভার্শন'টাও এখানে তুলে দিলাম। লিরিসিস্ট হিসেবে কিছুটা পরিচিতি থাকলেও, এটাই সম্ভবত তার কন্ঠে প্রথম গাওয়া এবং প্রথম সুর করা কোন গান।
বিশ্বাস নিয়ে হাতের মুঠোয়
পথ চলেছি খোলা হাওয়ায়
বিশ্বাসে আজ বিশ্বাস নেই,
মৃত্যু দেখি দ্বারের পরে
স্বপ্ন বন্দী লাশের ঘরে
ভাবনা ডোবে নিকষ আঁধারেই।
দিনে দিনে ভাবনা খুঁড়ে
তোমায় দূরে দিচ্ছি ছুঁড়ে
নিজের মাঝে ডুবে থাকতে চাই,
আলো ছায়ার হাওয়া মুছে
নতুন কাহন যাচ্ছি রচে
নেই প্রয়োজন আলোর রোশনাই।
ছায়ায় মেশে স্মৃতির ধূলো
মরচে পড়া পাপড়ি গুলো
নতুন কাব্য হয় না লেখা আর,
আলো আলো বিষন্নতা
রাত্রিজাগা স্মৃতি কথা
হারিয়ে গেলো গোপন অভিসার।
ভেবে নিচ্ছি অনেক কিছু
ছুটছি শুধু নিজের পিছু
তোমায় নিয়ে কোন ভাবনা নেই,
বেঁচে থাকার যুদ্ধে নামি
অর্থহীন এই পাগলামি
ভালোবাসায় কোন ভালো লাগা নেই।
কপিরাইট- পাপী০০৭ (মাহমুদ) নস্টালজিক (রানা) অচন্দ্রচেতন (সাইফ)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৩