-----------------------------------------
-----------------------------------------
১. যারা মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসার ভান করে, তারা সবচেয়ে বড় দেশদ্রোহী।
-- টমাস মুর।
২. মানুষের জীবনে ত্যাগ থাকা ভালো, কিন্তু তা যেন অর্থবহ হয়।
-- মিলটন (আমাগো মিলটন ভাই না কিন্তু

৩. শয়তানের সাথে অসহযোগীতা করা একটা পবিত্র দায়িত্ব।
-- মহাত্মা গান্ধী।
৪. জীবনে যদি অগ্রগতি না থাকে, সে জীবন তো অবাঞ্চিত।
-- রোঁমা রোঁয়া।
৫. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ট করতে পারেনা।
-- শেখ সাদী।
৬. একজনের ভূল ধরিয়ে দেওয়া আর তাকে সত্যের সন্ধান দেওয়া এ দুইয়ের মধ্যে পার্থক্য অনেক।
-- জন লক।
৭. উন্নতি হচ্ছে বর্তমানের কাজ এবং ভবিষ্যতের দৃঢ় প্রত্যয়।
-- এমারসন।
(সংগ্রীহিত)