
বেশ কয়েকদিন ধরে দেখছি আমাদের রোডে ভ্যানের উপর বাজার নিয়ে বসছে। ভাবলাম ভালইতো আশেপাশের মানুষ সহজেই এখান থেকে সকালের বাজার সারতে পারবে। আজ সকালেও সবদিনের মত নিয়মিত বাজার বসেছে। কিন্তু হঠাৎ শুনি বাজারের ওখান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। কি ব্যাপার দেখার জন্য বারান্দায় গেলাম। গিয়ে দেখি ভ্যানওয়ালারা যে যার মত ভ্যান নিয়ে ছুটছে। কারন খুজতে গিয়ে দেখি পুলিশ। পুলিশ এদের ধওয়া দিয়েছে। কারনটা আমি সঠিক জানি না, তবে মনে হয়েছে যানজট সৃষ্টি অথবা অবৈধ ভাবে রাস্তা দখল করে বাজার বসানো। যদিও এই বাজার সকাল থেকে ১০ বা ১০.৩০ টা এর বেশি থাকে না।
আমি প্রতিদিন ইকবাল রোড হয়ে আসাদগেট দিয়ে আমার ভার্সিটি যাই। এই রোডে যে কি পরিমান জ্যাম হয় শুধু রাস্তার উপর অবইধভাবে গাড়ী দাড় করিয়ে রাখার জন্য। সেদিকে আমাদের পুলিশ ভাইদের কোনও খেয়াল নেই যদিও আসাদগেটেই একটা পুলিশ বক্স রয়েছে। কারন এদের তাড়া দিলে যদি উলটো তাড়া খেতে হয় এই ভয়ে (কারন এখনে অনেক বড় বড় আমলা, মন্ত্রী, ব্যাবসায়ির ছেলে মেয়ে পড়ে) অথবা পকেট ভারী হওয়ার একটা সোর্স কমে যাবে এই ভয়ে। আমি নিজে দেখেছি পুলিশকে গাড়ী পার্ক করতে সাহায্য করতে।
কিন্তু আমি যতদূর জানি এই ভ্যানওয়লারা কোন যানজট সৃষ্টি করছে না আবার সারাদিন থাকছেও না শুধু পেটের দায়ে কিছুক্ষণের জন্য বেচাকেনা করছে তাদের অনেক দোষ। কিন্তু জারা সারাদিন বেকার গাড়ী রাস্তার উপর ফেলে রেখে যানজট সৃষ্টি করছে এবং হাজার মানুষের ভগান্তির সৃষ্টি করছে তাদের কোনও দোষ নেই। কারন তাড়া পয়সাওয়লা আর এরা গরিব।
হায়রে বাংলাদেশ !!!!!
হায়রে বাংলাদেশের পুলিশ !!!!!!!!!
১. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৯ ০