ওয়ানডে এবং টি20 এর পারফরম্যান্স দেইখা বুঝা গ্যালো, এগোরে দিয়া হবে না। আমগো সামু ব্লগ থিকাই নতুন তামিম, সাকিব, নাফিস বাইর করা লাগবো। আহেন ব্লগে লুকায়া থাকা প্লেয়ারদের এবার মাঠে নামায়া দেই। নিম্নে একাদশ দেয়া হৈলো,
১/তামিম ইরফান
নাম পুরাপুরি মেলেনাই তয় যাহা বাহান্ন তাহাই একাত্তর। ব্লগে প্রফেসর গুলাবী নামে পরিচিত। বান্দর সিরিজ লেইখা হিট। আশা করা যায় টেস্ট সিরিজেও হিটাইবো।
২/নাফিস ইফতেখার
এডাও নাম মিলেনাই পুরাপুরি। ব্যাপার্না। এই ব্যক্তি যে পরিমাণ হিট, শাহরিয়ার নাফিস তার ধারে কাছেও যাইতে পার্বে না। প্লেয়ার অফ দ্যা সিরিজ হবার জোর সম্ভাবনা।
৩/মাহমুদুল্লাহ
এই ভচের অত হিট নাই। মাত্র ৪৯ হিট। তয় টেস্টে ফিফটি মাইরা দিতারে। ভচে এহোন সৌদিতে আছে। ধৈরা আনোন লাগবো।
৪/মুশফিকুর
আমগো কাপ্তান ১৯৫ এ আছে বর্তমানে। টেস্টে ডাবল সেঞ্চুরি মারার সম্ভাবনা উড়ায়া দেয়া যায় না।
৫/সাকিব
৫ বছর ১০ মাস বয়সী অভিজ্ঞ ব্লগার। এই অভিজ্ঞতা টেস্টেও কাজে লাগবো।
৬/ নাসির
ইনার ব্যাপারে সঠিক তথ্য নাই। রহস্যময়। আনপ্রেডিক্টেবল! যেকোনসময় যেকোন কিছু কৈরা ফালাইতে পারে।
৭/অলোক মিস্ত্রী
অলোক কাপালীরে পাওঞ্জায়নাই, মিস্ত্রীরে পাইছি। চলব না? মিস্ত্রীর মত খাইট্টা খেলবো, আয়েশী শট খেইলা লোপ্পা ক্যাচ দিবো না।
৮/ফরহাদ রেজা
খাপে খাপ মিলা গ্যাছে নাম। কামেও সেরোম হৈবো নিশ্চয়ই। আইজকা ভুয়া এলবিডা না দিলে ফরহাদ রেজা ম্যাচ বাইর কৈরা আনতেও পার্তো যেমুন খেল্তাসিলো।
৯/ইলিয়াস
এই লুকের পরিসংখ্যান সব শুন্য। # পোস্ট করেছেন: ০টি
# মন্তব্য করেছেন: ০টি
# মন্তব্য পেয়েছেন: ০টি
বোলিঙেও এরম শুন্য রান দিবো।
১০/আব্দুর রাজ্জাক আরেকটা পাইছি খাপে খাপ। ভচের প্রোফাইলে ল্যাহা আত্মত্যাগ। দলের জন্যে আত্মত্যাগ করবে এরোম পিলিয়ারই তো চাই!
১১/শফিউল আলম ইমন
একসময়ে ভালো পারফরম্যান্স ছিলো ব্লগে। এ্যাহোন রিটায়ার্ড কর্চে। তয় ফিরায় আনা যাইবো, ব্যাপার না। জ্বলে উঠার অপেক্ষায় নিভু নিভু প্রদীপ।। সেইরকম এক্ষান কথা!।
কোচ-নিঃসন্দেহে ব্লগের ক্রিকেট বস হাইফেন । ক্রিকেট সেন্স অনেক ভালো। আর দুষ্ঠ প্লেয়ারগো থাপ্রায়া সাইজ কর্তে এই যোগ্যতম ব্যক্তি।
টিম কিমুন হৈলো? হোয়াইট ওয়াশ কনফার্ম!