আমার ঘর থেকে যে মেঘ দেখা যায় জানতাম না, রোদের যন্ত্রনায় সারা দিন দরজা জানালা বন্ধ করে রাখি কি করে জানবো আজ সকালে চা খাওয়ার সময় দেখি যায়, সব দেখা যায়, কালো মেঘ, রাগী মেঘ, ঘুল্লুমুল্লু মেঘ, উলটুল পুলটুল মেঘ, শান্তি মেঘ, হালকা মেঘ...
মাঝে মাঝে ভাবতে ইচ্ছা করে, ভাবনা এসে যায়- কেন কি হয়, কেন হয়, কি হয়, ভাবনাটা তখনই আসে যখন ভাবতে ভাল লাগে আবার ভাল লাগে না, ভাবতে ইচ্ছে করে আবার করে না, ধূর ভাবনার বদলে ভাবনার ভাবনায় ব্যস্ত...
কালকে নতুন একটা গেম আনছি একেবারে বাচ্চাদের, মহাকাশবার্তার নতুন সংখ্যাও নিয়ে আসছি, তাতে একটা সাই ফাইও আছে, উফ কি দিন! কি দিন! বহুদিন এমন ফু্র্তি হয়নি! এমন দারুন আবহাওয়া, এতকিছুর মধ্যেও কি আবার ভাবতে বসতে হবে! না ভাবলে কি মজা জমবে না...
গেমটা একেবারে ছোট বাচ্চাদের, মনে হয় দুই তিন বছরের বাচ্চাদের স্ক্রলিং কি, আপ ডাউন কি, মাউস এইগুলো হাত মক্সো করার জন্য বানানো, একটু প্রিভিউ দেখেছিলাম, একটা ছোট্ট পিচ্চি হাটছে, যতক্ষন দেখছি ততক্ষনই শুধু হাটছে আর কিছুই নেই, কেন যে গেমটা নিলাম কে জানে
একই সাথে গেম আর সাই ফাই ওয়াহ! নিচের পাগলি ভূতটার এখন ম্যা আধুরা তু আধুরি ছাড়ার কথা, কিন্তু যে আবহাওয়া, পাগলিও হকচকায় গেছে, গেমের সিডিটা দিলাম, সেই গুড়গুড়িটা হাটছে, টুংটাং টাইপ অতি ক্ষীণ একটা ব্যাক গ্রাউন্ড মিউজিক আছে, ভলিউম অনেক বাড়ায়েও প্রায় কিছুই শোনা যায় না, কালো ব্যাকগ্রাউন্ডে অতি সিম্পল কাঁপা কাঁপা সাদা দিয়ে আঁকা দুই আড়াই বছরের বাচ্চা মেয়ের অবয়ব, একই সাদায় আঁকা পথ, কিছুই করার নেই আপ স্ক্রল ধরে বসে থাকা ছাড়া, পথেও কিছু নেই, পথের দু পাশেও কিছু নেই, স্ক্রল ধরে মহাকাশ বার্তার গল্পটা পড়া যায়, জীব জীব গল্প কেন যেন কখনই বেশী টানে না
কত মাইল গেলাম কে জানে, গুড়গুড়ির স্পিড খারাপ না, রুমটা একটু গোছালে হয়, কাজে হাত দিয়ে এসেই খেয়াল করলাম কিছু চেন্জ আসছে, পথের ধারে দুই একটা ফুল মত কিছু আছে, কিন্তু কিছু নেয়া যায় না, বা করা যায় না, কি জ্বালা সারা দিন এই নিয়ে বসে থাকতে হবে নাকি, ভাবতে চাইলাম, ভাবলাম গুড গুড ভেরি গুড
খানিক হাটি-খেলি, অতি সরল খেলা, মজার আশায় আশায়, খানিক টুকটাক কাজ করি, বেসিকালি দিনটা তো মাটি, সুন্দর দিন তো এভাবেই মাটি করতে জানতে হয়, সাইফাইটাতে আরেকবার দাঁত বসানোর চেষ্টা করতেই হঠাৎ মনে হল স্ক্রিনে চেন্জ, আরিইই তাও ভাল কিটা বাঁ হাতে ধরা ছিল, নয়তো হুড়মুড় করে ঢুকেই পড়তাম আশপাশ খেয়াল না করে
মানে যত খুশি অত কিছু হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে নিশ্চয়ই হবে, পয়সা উশুল জটিল গেম, আল্লাই জানে একেবারে শেষ দিকে কি মারাত্মক জটিল হবে, বস বস্ গেম, বাবু মেয়েটা এখন একটা দরজার সামনে, দরজা বরাবর শুরু হয়েছে বিশাল (তুলনামূলক ভাবে) জটিলতা, অন্তত চারটি খুপরি তো দেখাই যায়, লোভীর মত হারেরেরে করে তেড়ে যেতেও ইচ্ছা করছে আবার তারিয়ে তারিয়ে পুরো বিষয়টাও বুঝতে ইচ্ছা করছে, মোটামুটি সিম্পলই মনে হচ্ছে
============================================
... খুপরি বক্সগুলো সমস্তটা দেখা যায় না, স্ক্রিনে একবারে আসে নাই, সবটা ছোটো করেও দেখতে ইচ্ছা করছে না, অবশ্য কিভাবে ছোটো করে সমস্তটা একসাথে দেখা যায় সেটাও বুঝতে পারছি না, আর ভুলভাল কিছু করে এত সময়ের হাঁটাহাঁটি মাটি করার কোনো মানেই নেই,
বক্স বা রুম গুলোতে যতটুকু দেখা যায় প্রায় কিছুই নাই, কিছুই নড়ে না, মানে একটা রুম পুরোটা দেখা যায় বাকিগুলো আংশিক, ঘুরে ঘুরে দেখতে হবে, কি দারুন!
যেটা পুরোটা দেখা যায় সেখানে যে কি আছে ঠিক বুঝতে পারছি না, মানে দেখছি কিন্তু বুঝছি না, মনে হয় না এগুলো সিগনিফিকেন্ট কিছু, আগানো যাক, এবার দেখা গেলো জিনিস! টেবিল মত আছে, ছোট একটা বাড়ি মত আছে রুমের মধ্যেই, আজব একটু, একটা জামা মত পড়ে আছে, আগানোর সাথে সাথে সব রুমেরই আরেকটু বেশি দেখা যাচ্ছে, গেলাম জামাটার কাছে, নেয়া যায় না, কি জানি অদ্ভুত ভাষায় একটা মেসেজ এলো, টেবিল টার চারপাশে পর্যাপ্ত ঘুরলাম, কিছুই ঘটে না, এমন সময় দেখি অন্য একটা রুমে মানে এটা পাঁচ নম্বর রুম, দেখি মানুষ! কয়েকটা মানুষ এ মাথা ও মাথা হাঁটছে
============================================
============================================
এটা কি তবে বার্বি টাইপ গেম? জামা জু্তা কালেক্ট করতে পারলে পয়েন্ট মিলবে? সেটাও তো মনে হচ্ছে না, অনেক কিছুই আছে, কিন্তু কিছুই ঘটছে না, হয়তো মানুষের রুমে ঢোকার পর আরো কিছু ঘটবে, তখন ফিরে এসে এখান থেকে জিনিস গুলো নেয়া যাবে, আবার পিছিয়ে গিয়ে সব গুলো দরজায় উঁকি মেরে দেখা দরকার কোথায় কি আছে, নাহলে কোনো এক দরজা দিয়ে ঢোকার পর ঘটনা ঘটতেই থাকবে, আর প্লান টা এখনি করা দরকার যে সব সময় কিকি ভাবে আগাতে হবে, যেমন সব সময় কি ডান সাইড ধরে হাটবো? কেমন সব সময়? ভালো কিছু বামে দেখলে নিতে যাবো কিনা, নাকি যাই দেখি না কেনো কখনোই নড়বো না, নজরে ভ্যালুয়েবল কিছু পড়লে না নিয়ে আগানোটা বোকামি হতে পারে
পাঁচ নম্বরটায় না ঢুকে পিছিয়ে গিয়ে বাকি তিনটায় একে একে আস্তে ঘুরার চিন্তা, যদিও কোনোটাতেই কোনো কিছু নড়ছে না বলেই মনে হয়, দুই নাম্বার টায় দরজা দিয়ে একটু আগানোর পর আরেকটা খুপরি দেখা গেলো এটা ছয় নাম্বার, সবটা দেখা যায় না মানুষ আর বাবু ছেলে!!! বাবু ছেলেটা পায়চারি করছে দেয়াল বক্সের মাঝে, উফফ সব এমন কোনাচে করে দেখা যায় কেনো, উফফফ আমি ফিদা!! আমার বাবু মেয়ের জন্য সুন্দর একটা বাবু ছেলে!! সেম সাইজ শেপ!! ওখানেই যেতে হবে!! ওরে পাগলা দেয়াল আর বক্সের মাঝে কি অর্থহীন হাটাহাটি করিস এদিকে একটু তো তাকারে!! নাহ এই পুরো ভিউটা কন্ট্রোল করার সিস্টেম কি, এই রুমটা যতটা দেখা সম্ভব অতটা কি দেখতে পাচ্ছি, মনে তো হয় না, কতবার কত কায়দায় পিছালাম উফফফ বোর হয়ে যাচ্ছি!! আমি বোর হয়ে যাচ্ছি, এখন কি!! তিন নম্বরটা চার নম্বরটা দেখা হয় নাই, ঘুরে টেস্ট করে দেখা হয়নি ওখানকার জিনিস গুলো নেয়া যায় কিনা, আরে ধুর!! আগু পিছু করছি, নজরে এলো তিন নম্বরের একে বারে ঢুকেই একটা হেলথ বক্স টাইপ জিনিস পড়ে আছে, গেলাম, নেয়া যায় না হেল্থ বক্স কিনা তাও শিওর না, বেশি দেরি করার মানে কি!! খেলা অবশ্যই অন্য লেভেলে চলে গেছে, কারন টুংটাং টাইপ কোনো সাউন্ডই আর নাই, বরং নয়েজ টাইপ হালকা আওয়াজ, ছয় নম্বরের মানুষ গুলো যেনো দরজা পাহারা দিচ্ছে অনেক ক্ষন পরপর কোনাচে এঙ্গেলে আসছে যাচ্ছে, দুপাশ থেকে, যেনো দরজার সামনে একটা বাঁকা ক্রস আঁকার মত মুভমেন্ট, দেয়াল টাও কেমন যেনো হঠাৎ করে সামনে এসে গেলো, এমন জটিল ডিজাইন অবশ্যই হায়ার লেভেলের লক্ষন, আর বাবু ছেলেটা!! দরজার মাঝ বরাবর হিসাব করে পিছিয়ে গেলাম, এবার নেক্সট লেভেল, দারোয়ান মার্কাগুলোর সাথে সাথে যাবো নাকি ওদের মুখোমুখি ঢুকবো, এমন করিতকর্মা ভাবটা গার্ডে সাথে মোটেই যায়না, বরং অন্যমনস্কভাবটা পথচারী মার্কা, হায় হায় কত কিছু যে আমি ভাবতে পারি, লোকটা আসছে আমি রুমে ঢুকলেই কি ওর দেখতে পাবে? অনেক গেমে সামনে দিয়ে গেলে টের পায় না, মাথার পিছন দিয়ে গেলে ঠিকই টের পায়, লোকটা আসছে
============================================
============================================
============================================
চলবে
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২১