দেশের আইন শৃংখলার ক্রমবর্ধমান অবনতিতে অনেকেই পিস্তল কিংবা এ ধরনের ফায়ার আর্মস ব্যবহার করার প্রয়োজনীয় অনুভব করছেন। এ ধরনের অস্ত্র ব্যবহার ও বহন করার ক্ষেত্রে কিছু সর্তকতা অবলম্বন করা উচিত। নাহলে একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না হয়ে থাকবে। আমি কিছু বেসিক রুলস বর্ননা করলাম....
# যেই অস্ত্রটি ব্যবহার করছেন কিংবা করবেন তার কারিগরী ও ব্যবহারিক দিক সম্পর্কে জানা থাকতে হবে। অস্ত্রের সাথে কোন ইউসার ম্যানুয়েল থাকে না তাই আপনাকে গুগল থেকে সাহায্য নিতে হবে।
# অস্ত্রে কোন ধরনের ঝালাই কিংবা শারিরীক পরিবর্তন আনতে পারবেন না। ঘনঘন অস্ত্র পাল্টানো উচিত না।
# গুলি করার পূর্বে শিউর হয়ে নিন ব্যারেল এর মধ্যে কোন কিছু ডুকে আছে কিনা।
# ট্রিগার চাপার পরেও পিস্তল থেকে গুলি বের না হলে চাপাচাপি না করে সর্তকতার সাথে লক্ষ্য করুন সমস্যা কি।
# অস্ত্রের জন্য সঠিক গুলি বা এ্যমুনিশন ব্যবহার করুন।
# গুলি করার সময় টার্গেট এবং টার্গেটের আশেপাশের পরিবেশ লক্ষ রাখুন।
# শুধুমাত্র ব্যবহারের সময় অস্ত্র লোড করুন বাকি সময় খালি রাখুন।
# অপ্রয়োজনে ট্রিগারের উপর আঙ্গুল রাখবেন না।
# পিস্তল রাখার জন্য যে হোলস্টার ব্যবহার করবেন তা আপনার মডেলের সাথে সামঞ্জস্যপূর্ন কিনা তা যাচাই করে নিবেন। এমন হোলস্টার ব্যবহার করবেন যেটাতে আপনার পিস্তলের ট্রিগার ডাকা পড়বে।
# কোন গাছে কিংবা উচু স্থানে চড়ার ক্ষেত্রে গুলিভর্তি পিস্তল নিয়ে উঠবেন না।
# লোডেড ফায়ারআর্মস নিয়ে বন্ধুদের সাথে মজা করা উচিত নয়।
# পিস্তল প্যান্টের বেল্টের সাথে ডুকিয়ে রাখা ঠিক নয়, ওই স্টাইলটা শুধু বাংলা ও হিন্দি ছবিতেই মানায়।
# পিস্তল শরীরের সাথে রাখার ক্ষেত্রে পিস্তলের নল এমনভাবে রাখা উচিত যেন ভুলক্রমে গুলি বের হয়ে গেলেও যেন শরীরের কোন অংশে আঘাত না আনে।
নিজে সেফ থাকুন ও আশেপাশের সবাইকে বিপদমুক্ত রাখুন। সবাইকে ধন্যবাদ..
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৯