অনেকদিন মুভি দেখা হয় না!!

তাই খালি গান শুনতাছি।
আজকা আমার পছন্দের তিনটা গান দিতাছি। তবে সবগুলা গানই আমি প্রথম মুভিতে শুনছিলাম।
প্রথমেই যে গানটা, এইটা Public Enemies মুভিতে। গানটার গায়ক হইতাছে Otis Taylor ।
আসেন তাইলে গানটা শুনি। তিনটা ভার্সন দিলাম-
ইন্সট্রুমেন্টাল
Banjo version
মূল গান
দ্বিতীয় যে গানটা, এইটা শুনছিলাম ডার্ক সিটি মুভিতে।Jennifer Connelly 'র মুভিতে এই গান গাওয়ার অংশটুকু না দেখলে জীবনে বিশাল মিস করবেন।


গানটার গায়িকা আনিতা কেলসেয়।
মূল গান
শেষের গানটা শুনছিলাম গেমার মুভিতে। মুভিটা যেমনই লাগুক, গান শুইনা স্বার্থক। পরে, অবশ্য দেখলাম গানটা বেশ পুরানো এবং জনপ্রিয়। পরে অবশ্য সাকার পান্ঞ্চ মুভিতে ও গানটা দেখছিলাম।
অনেকেই গানটা কভার করেছে। তবে আমার কাছে Marilyn Manson এরটাই সবচেয়ে বেশি ভালো লাগছে।
আশা করি ভালো লাগবে!!


সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১:৪২