সবুজ অরণ্যে,
প্রেমের চেনা ডাকে
দুর্বার উদ্দামে;
শুধু থমকে যাই তোমায় শুধাবো বলে-
"শেষবার দেখো ভেবে,
এতোটা দুঃসাহসী কি আদৌ পারবে হতে আমায় ভালোবেসে?"
চোখ বুঁজে যাবো উড়ে
নীলক্ষা আকাশে,
খাঁচা-ছাড়া পাখি যেন
মুক্তির আস্বাদে;
শুধু থমকে যাই তোমায় শুধাবো বলে-
"শেষবার দেখো ভেবে,
এতোটা দুঃসাহসী কি আদৌ পারবে হতে আমায় ভালোবেসে?"
মিশে যাবো সব ভুলে
বিশাল জনস্রোতে,
সব বন্ধন মুছে
প্রথার বিপরীতে;
শুধু থমকে যাই তোমায় শুধাবো বলে-
"শেষবার দেখো ভেবে,
এতোটা দুঃসাহসী কি আদৌ পারবে হতে আমায় ভালোবেসে?"
হারানো হয় না চির-হরিতের বুকে,
বিহঙ্গ হওয়ার বাসনাও অধরা রয়ে যায়;
সামাজিক শৃঙ্খলটাও বুঝি ভাঙ্গা হয় না!
বার বার থমকাই তোমার চাহনী দেখে-
ত্রস্ত দৃষ্টিতে নিরেট আড়ষ্টতা;
আমিও কেন যেন ক্রমশঃ ভীরু হয়ে যাই!
সেই উত্তরটা পাওয়া হয় না আর....