বলো, কে চায় বদলাতে?
ইদানীং বড্ড অনুযোগ কর-
আমি নাকি বদলে গেছি!
আগের মতো যখন-তখন "ভালোবাসি" বলি না আর...
প্রায় সময় অন্যমনস্ক,
আমাদের বিশেষ বিশেষ দিনগুলো-ও নাকি
বেমালুম ভুলে বসে থাকি! ... বাকিটুকু পড়ুন
ইদানীং বড্ড অনুযোগ কর-
স্বপ্নেরা ভীড় করে মনের পাটাতনে-
বলো তবে ফুল নেবে, না
পথ চেয়ে রই...
হাত ধরে যাবো ছুটে
বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে খুব ভয় হয় আজকাল-
ভালোবেসে তোমায় ক্রমশঃ দুঃসাহসী হই আমি,
কষ্ট থাকুক বুকের ভাঁজে,
দীর্ঘশ্বাসে কী থাকে?
ভালোবাসার নাব্যতা কমে গেছে বহুলাংশে
গোধূলি ক্ষণে বিষাদ ভর করে
ঐ দু'চোখের স্বপ্নগুলো
হাত বাড়ালেই পারতে ছুঁতে-