কথায় কথায় জাগে তর্কের তুফান,
নিরাবেগ চোখে তোমাকে দেখি-
প্রথায় বেঁধেছি জীবন তরী,
ঠিক যত্ন নেয়া হয় না আর প্রথমদিককার মতন;
আমার উদাসীন দৃষ্টিতে ভঙ্গুর হও তুমি
হয়তো আমি-ও হই তোমার চোখে,
ভেঙ্গে পড়ি প্রতিনিয়ত তোমার অস্থিরতা দেখে।
তারপরও অবিচ্ছেদ্য থাকতে হয় একে অপরের,
ভালোবেসে? মায়ার টানে?
হতে পারে কি অভ্যাসবশতঃ?
নাকি সামাজিক চক্ষুলজ্জার অজুহাতে?
তবু দিন আসে, রাত নামে,
ঝড়ো হাওয়া শেষে তুমি আমি
জেগে থাকি মূর্তিমান
অসন্তোষ আর ঘৃণা বুকে নিয়ে,
দু'ঠোটে নিরুপায় মলিন হাসি
আর দু'চোখে ঝিলিক দেয়
আরেকটি ঝড়ের পূর্বাভাস!
ভালোবাসা বদলে গেছে ভীষন,
বদলেছি তুমি-আমি,
স্বপ্ন বদলেছে, বদলেছে স্বপ্নের নিয়ামক-
তবু বেঁচে থাকা দু'জনার হাত ধরে
................ অবিশ্বাসী স্পর্শে!!
................ অতৃপ্ত ছোঁয়ায়!!