কয়েক দিন ধরেই দেখি ফেইসবুকে একটা ছবি খুব চালাচালি হচ্ছে। ক্যাপশন সহ ছবিটা দিলাম-
পাশ্চাত্য মিডিয়া তে এই ছবি টি কখন ই প্রকাশ হবেনা
তবে যে তাদের দম্ভ বিনাশ হবে
এই ছবি টি জাপানে সুনামির ধ্বংসযজ্ঞের পরবর্তী ছবি
পুরো এলাকা বিধ্বস্ত মাঝে দারিয়ে আছে আল্লাহর ঘর-মসজিদ
সুবহানাল্লাহ
আর যারা বলবেন এটা ঘটনাক্রমে মাত্র ! তাদের বলছি এরকম কয়েকটা ঘটনার প্রমান আছে আরও !
সব ই শুধুই ঘটনাক্রমে !!!
যাই হোক পাশ্চাত্য মিডিয়া না হোক আমরা তো সবাই ছবি টি ছড়িয়ে দেব নাকি???
নাকি আমরাও ওদের মত ছবি টি শেয়ার করব না???
সিদ্ধান্ত আপনার
===================================================
সরাসরি পয়েন্টে আসি। প্রথমত ছবিটা জাপানের না, ইন্দোনেশিয়ার বান্দা আচেহ'র। দ্বিতীয়ত এটা জাপানের সুনামির সামসময়িক ছবিও না, এটা ২০০৪ সালের ঘটনা। তৃতীয়ত, মসজিদের পাশে কিছু কুঁড়েঘর আর তাঁবু ছিল (নিচে উৎস দেয়া আছে), সুতরাং বাড়িঘর ভেঙ্গে গেলেও পাকাপোক্ত মসজিদ ঠিকই টিকে আছে, যদিও মসজিদের অনেক অংশই ভেঙ্গে গিয়েছে যা ভালো করে না দেখলে বোঝা যায় না।
এবার কিছু প্রশ্ন:
১। আশেপাশের সব ধ্বংস হল, গাছগুলো কিভাবে টিকে আছে?
২। সম্পূর্ণ ছবিটি দেয়া হল না কেন?
৩। কেন জাপানের মসজিদ বলে মিথ্যাচার করা হল?
৪। আল্লাহ অমরণশীল, তিনি তার ঘরে থাকেনও না, তারপরও তার বাড়ি রক্ষা করার স্বার্থপরতা কেন? মানুষজনকে হত্যা করে তিনি নিজের ঘর টিকিয়ে রাখলেন কেন?
৫। ঐ সময়ের, ঐ এলাকায় মসজিদ ছাড়াও আরও অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়া স্বত্বেও টিকে ছিল (নিচে উৎস দেয়া আছে), সেই খবর দেয়া হল না কেন?
৬। অনেক জায়গায়ই তো প্রাকৃতিক দুর্যোগের ফলে মসজিদ ভাঙার খবর পাওয়া যায়। সেসব খবর দেয়া হয় না কেন?
৭। ঐ জমিতে মসজিদ ছাড়া আসলে কি কি ছিল?
উৎস ও সংশ্লিষ্ট লিঙ্ক:
১। Click This Link
২। Click This Link
৩। http://wikiislam.net/wiki/Standing_Mosques
৪। Click This Link
৫। Click This Link
জনস্বার্থে একটি কপি পেস্ট প্রযোজনা
সৌজন্যেঃ বাংলাদেশী নাস্তিক Bangladeshi Atheist Bangladeshi Nastik