যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে তাহার স্থান জান্নাতে হইবে। (আল-হাদিস)
মসজিদ নির্মাণ সদকায়ে জারীয়ার অন্তভূক্ত। (আল-হাদিস)
মসজিদ নির্মাণকারীর জন্য জান্নাতে মসজিদের ন্যায় গৃহ নির্মাণ করা হয়। (আল-হাদিস)
মসজিদ সমুহ জান্নাতের বাগান। (আল-হাদিস)
জান্নাতের উদ্দেশ্য মসজিদে গমনকারীর প্রতি প্রদক্ষেপ একটি করিয়া নেকী লিখিত হয় এবং তাহার্ একটি করিয়া গুনাহ মুছিয়া দেওয়া হয়। (আল-হাদিস)
একটি সুন্দর মসজিদ একটি বাড়ী/গ্রাম/শহরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়।
মসজিদ অধিক প্রিয়। তাহার পরই তার তার সকল স্থান হইতে বাজার সমধিক অপ্রিয়। (আল-হাদিস)
কেয়ামতের দিন সাত ব্যক্তি আরশে এলাহির ছায়ায় স্থান লাভ করিবে। তাহাদের মধ্য অন্যতম হইল সে ব্যক্তি যাহার মন মসজিদে পড়িয়া থাকে।
প্রিয় মুসলিম ব্লগার ভাই ও বোনেরা নিজ বাড়ীতে বা মহল্লায় মসজিদ নির্মান কাজে সহযোগিতা করুন। আল্লাহ তায়ালা নিকট সব স্থান অপেক্ষা
ছবি ফেসবুক থেকে নিয়েছি।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ সকাল ১০:২৯