জামাত-শিবিরের ভোট মাত্র ৩%! এই দেশের মোট জনসংখ্যার মাঝে তরুনের সংখ্যা ৬০%। দেশের মোট জনসংখ্যার অর্ধেক ভোটার, তারো মাত্র ৩% ভোট পেয়ে জামাত-শিবির আজ পোড়াচ্ছে দেশমাতাকে, আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিত ২ লক্ষ মা-বোনের রক্তাক্ত আঁচলের উপর দাঁড়িয়ে তারা পোড়াচ্ছে সেই বাংলাদেশকে, যার জন্মই তারা কখনো চায় নি।
শুনেছি পরম করুণাময় নাকি তাঁর সৃষ্টির মাঝে রেখে যান তাঁর সত্ত্বাকে। সেই সত্ত্বা কি আজ গুমরে কাঁদছে? ইস
লাম কি এই ধ্বংশযজ্ঞ সমর্থন করে? আমি জানিনা।
আমি শুধু জানি, এই দেশ আমার, আপনার, আমাদের সবার। তার বুকে এ ঘৃণার আগুন আমরা চাই না। আমরা চাই না কোন ধর্ষণকারী, কোন রগকাটা বাহিনি, কোন বুদ্ধিজীবি হত্যাকারী বাহিনী, কোন খুনি, কোন অগ্নিসংযোগকারীর স্থান এই বাংলাদেশে হোক। এই বাংলাদেশের স্বপ্ন, এই ভবিষ্যত আমাদের ৩০ লক্ষ পূর্বপুরুষ দেখে যায় নি। আপনি কি দেখতে চান? সমাধান আপনার হাতেই।
আসুন স্বমস্বরে বলে উঠি বজ্রকন্ঠে-
শত শহীদে ডাক পাঠালো, সব সাথীরে খবর দে!
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারদের কবর দে!
সূত্র