১. স্টারবাকসের চারপাশে হাটাহাটি
এক কাপ কফি খেতে যে এত ঝামেলা!!
দেশে থাকতে হোটেলে যেতাম....মামাকে ডাক দিয়ে চা বা কফির অর্ডার...ব্যস।
২ মিনিটের ভিতর সব মাপে মাপে হাতে চলে আসত।পারফেক্ট চিনি...দুধ,,সব।আর এখানে এক কাপ কফির অর্ডার দেবার জন্য আগে সাইজ বলতে হয়(স্মল,মিডিয়াম বা লার্জ) তারপর strength(ব্ল্যাক কফি না রেগুলার না ডাবল শট)....তারপরও স্বাদ কখনই মনের মতো হয়না।এতো গেল নরমাল ম্যাক কফি বা টিম হর্টন নামক এক কফিশপের কফি অর্ডার দেবার কেতা।
কিন্তু বিখ্যাত স্টারবাকসের যদি কফি আপনি খেতে চান....তাইলে আগে ১৫ দিন ধরে আপনাকে শিখতে হবে কেমনে কফি অর্ডার করতে হয়!!!!
আমি না শিখে শখ করে একটু চেখে দেখতে চেয়েছিলাম....
রেজাল্ট ভয়ঙ্কর!!
প্রথম দিন আমি অর্ডার দিতে গিয়ে সাইজ বললাম মিডিয়াম...
দেখি সেলসম্যান আমার দিকে হা: করে তাকিয়ে আছে....বুঝে নিলাম কিছু একটা গড়বড় হয়ে গেছে......
এমনিতে আমার উপস্হিত বুদ্ধি সবসময়ই করুন,কিন্তু ঐদিন বুদ্ধি পুরো হাঁটুতে নেমে এসেছিলো মনে হয়,,সেও আমার দিকে তাকায়ে আছে...আমিও ওর দিেক....পুরাই হেভী রোমান্টিক অবস্হা...এমন রোমান্স যে আমি তখন ঘামতেসি কারন পিছনে বিরাট লাইন!!!!
শেষে সে আমারে উদ্ধার করল এই বইলা যে তুমি কি সাইজ চাও??
Short
Tall
Grande না
Venti???
প্রথম ২ অক্ষর শুনে চিনতে পারলাম.....পরের ২ টা পুরা মাথার উপর দিয়া গেলো
কিছু একটা তো বলতে হবে....বললাম টল....আর আগেই ভেবে নিয়েছিলাম যে ঠান্ডা কিছু একটা অর্ডার দেব.....তাই মেনুর পয়লা আইসড আইটেম টাই বললাম......
Iced Caramel Macchiato....
ম্যক্কিয়াটো না ম্যাশিয়াটো....তা আমি এখোনো জানিনা....
ওরা মনে হয় আরো কিছুর জন্য অপেক্ষা করেছিলো,কিন্তু আমি আর কিছু না বলায় ওরা কিছু! একটা বানায়ে দিলো............
বিসমিল্লাহ বলে মুখে দিলাম......ইয়াল্লাহ!!!
বাসায় এসেই নেট নিয়া তারপর বসে গেলাম......
সার্চ দিলাম......How to Order at Starbucks.....
যা দেখলাম তাতে মাথা খারাপ হয়ে গেলো!!!
আমি কিছু বলবনা......
আপনারাই দেখুন
কেমনে অর্ডার দিতে হয়...
How To Order Starbucks Drinks With Confidence
সবগুলাই মুটামুটি ১০ স্টেপের!!!!
একটা ভিডিও দিলাম.....
আরো বেশ কিছু ভিডিও আছে ইউটিউবে....
একটা হইলো গিয়া Starbucks Etiquette Lesson.......ভাবতে পারেন!!!
আমরা একটা ভিডিও লেসন বানাতে পারিনা??
Jashim mama's coffee shop Etiquette Lesson................
কেমন হবে?
২. সাকিব ভাই এর প্রতি শুভ কামনা
সাকিব রে আজকে বলতে শুনলাম তার ৩ টা শতকের প্ল্যান.....
আর তামিম বলসে....."‘নিজের স্ট্যান্ডার্ডটা অনেক ওপরে নিয়ে গেছি’
বাপরে.......
যাই হোক,গুড লাক.......